Breaking News
Home / Breaking News / কচুয়ায় যুবলীগ কর্মীর বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

কচুয়ায় যুবলীগ কর্মীর বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

ষ্টাফ রির্পোটারঃ চাঁদপুরের কচুয়ায় এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মীর বিরুদ্ধে। সোমবার (২১ জানুয়ারি) দুপুরে শাহজাহান নামের ওই যুবলীগ কর্মী ও তার সহযোগীরা উত্তর কচুয়া ইউনিয়নের সিংআড্ডা গ্রাম থেকে ওই মেয়েকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন মেয়েটির বাবা। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ওই মেয়ে ও তার ছোট ভাই তাদের ফুফুর বাড়ি থেকে নিজেদের বাড়ি আসছিল। পথিমধ্যে উপজেলার শফিবাগ এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা যুবলীগ কর্মী শাহজাহান ও তার সহযোগীরা ওই তরুণীকে জোর করে সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। পরে তার ছোট ভাই বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর মেয়েটির বাবা পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেন। পরে রাত ১০টার দিকে তাকে উদ্ধারে অভিযানে নামে কচুয়া থানা পুলিশ।
উত্তর কচুয়া ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘আমি বিষয়টি জানি না। এইমাত্র আপনার কাছে শুনলাম। পরবর্তীতে আধাঘণ্টা পর আবারও তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুয়া খবর। আমি একটা দরবারে আছি। দেখি খবর নিচ্ছি।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আমি ছুটিতে আছি। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। আপনি ওসি তদন্ত শাহজাহান কামালকে ফোন করেন।’
কচুয়া থানার ওসি তদন্ত শাহজাহান কামাল বলেন, ‘আমরা খবর পেয়ে ওই মেয়েকে উদ্ধারে অভিযানে এসেছি। তবে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।’ তিনি জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।’
শাহজাহান কামাল বলেন, ‘তরুণীকে উদ্ধারের জন্য অভিযুক্ত শাহজাহানের ভাইকে ধরেছি। তার কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা করছি। মেয়েটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।’

Powered by themekiller.com