Breaking News
Home / Breaking News / করোনা ভাইরাস রোধে লগ ডাউনে থাকা ৩ শ্রেণির কর্মচারীর মাঝে ত্রাণ বিতরণ

করোনা ভাইরাস রোধে লগ ডাউনে থাকা ৩ শ্রেণির কর্মচারীর মাঝে ত্রাণ বিতরণ

নিপুন জাকারিয়া :—-

করোনা ভাইরাস রোধে লগ ডাউনে থাকা জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের আলী ন্যাচারাল অয়েল মিলস্ এন্ড এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড উদ্যোগে ২৫০জন তৃতীয় শ্রেণির কর্মচারীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে ঘরে থাকা দরিদ্র মেল শ্রমিকদের মাঝে, বুধবার সকাল ১১টার দিকে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ ত্রান বিতরণের আয়োজন করা হয়।

আলী ন্যাচারাল অয়েল মিলস্ এন্ড এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডে ত্রাণ বিতরণ করেন ও সংক্ষিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।

আলী ন্যাচারাল অয়েল মিলস্ এন্ড এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিগপাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম মোহসিনুজ্জামান মোহসিন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রতিষ্ঠানটির পরিচালক মো. নুরে আলম নিশা ও পরিচালক আয়তুল্লাহ আল আমিন মুক্তা, ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

জানা যায় – প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে সারা দেশের ন্যায় আলী ন্যাচারাল অয়েল মিলস্ এন্ড এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড করোনা মোকাবেলায় দরিদ্র জনগোষ্ঠী পাশে দাড়াঁয়েছেন। তারা প্রথম ধাপে ২৫০ জন ৩ শ্রেনীর শ্রমিকদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরন করেন। এবং পূর্ণ মুহুত্তে আরো পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

Powered by themekiller.com