Breaking News
Home / Breaking News / ৪৩ আসনে আওয়ামী লীগের আয় সাড়ে চার কোটি টাকা

৪৩ আসনে আওয়ামী লীগের আয় সাড়ে চার কোটি টাকা

ষ্টাফ রির্পোটারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৩ আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৫১০টি। সে হিসেবে প্রতিটির বিপরীতে প্রার্থী সংখ্যা প্রায় ৩৫ জন।
প্রতিটি ফরমের মূল্য নেয়া হয়েছে ৩০ হাজার টাকা। সে অনুযায়ী এই খাত থেকে দলটির চার কোটি ৫৩ লাখ টাকা আয় হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আসন। সে অনুযায়ী এ প্রাপ্ত আসনের হিসাবে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। এরপর বিরোধী দল জাতীয় পার্টি চারটি, জাতীয় ঐক্যফ্রন্ট একটি এবং স্বতন্ত্র ও অন্য দল মিলে দুটি আসন পাবে।

Powered by themekiller.com