Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর লেখা ভিন্ন ধারার কবিতা

কবি লাজু চৌধুরীর লেখা ভিন্ন ধারার কবিতা

তোমাকে দেখেই আমার মন ছুঁয়ে গিয়েছিল..
আর সেই ভাল লাগা টুকু নিয়ে আমি রাতে বাঁড়ি ফিরলাম….
অতঃপর আমি মাছে মাঝে তোমাকে খুঁজি…
কত বার এই শহরের গলির মুখে গেছি ..
সে এক মহাকাল জানে….
আমি ক্লান্ত হয়েছি,
আমি ব্যর্থ হয়েছি…
কিন্ত ভাল লাগা টুকু বুকের ভিতর সতেজ….
এখনও এই শহরের গলির মুখে এসে খোঁজ নেই.
প্রতিটি বাঁড়ির ব্যালকনিতে অপলোক দৃষ্টিতে ..
তাকিয়ে থাকি ….
সম্ভবত তোমাকে খুঁজছি….????

অজানা অচেনা ভাল লাগার মুহূর্ত গুলো নিয়েই পথ চলছি….
আপাতত ভাল লাগা গুলো বুকের বাম পাশে চোখ বুজে আছে….

অতঃপর আমি তুমি, তুমি আমি তেই আছি….

লাজু চৌধুরী-

Powered by themekiller.com