বিভেদ
সারমিন জাহান মিতু
২০-২-২০২৩
এমন একটা ভালোবাসার ঝড় উঠুক
পৃথিবী তোলপাড় করে দিক,
কিন্তু কৃত্রিম শ্বাস যন্ত্রে বেহাল রোগীর মতোই ভালোবাসা ধুঁকছে মৃত্যুর পথযাত্রায়।
বৈষ্ণবীর কন্ঠে মাতোয়ারা হয় না কোন সুর
সব যেনো স্তব্ধ পাথর
আর্তনাদ ধামাচাপা পড়ে আছে সেখানে,
রোজই তো সূর্য ওঠে অস্তমিত হবার কথা জেনেও- পাখিদের কুহুতানে সকালও হয় একি নিয়মে
কিন্তু বদলে গেছে মানুষের মন।
ইদানীং আর ভালোবাসার জন্য পার্বতী
কোথাও অপেক্ষা করে না দেবদাসের,
বুকের ভেতর ভালোবাসা
যেনো স্বার্থের দ্বন্দ্বে হোচট খেয়ে মরে।
কিন্তু আমার একটা ভালোবাসার রাজ্য চাই –
যেখানে প্রজাপতির ডানায় অলিখিত ভালোবাসা বাতাসের সুরের মূর্ছনায় পৃথিবী ভরিয়ে দেয়,
মানুষে মানুষে বিভেদ ভুলে হতে পারে একাকার।