Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “দাঁড়িয়ে আছি “

কবি সারমিন জাহান মিতুর কবিতা “দাঁড়িয়ে আছি “

দাঁড়িয়ে আছি

সারমিন জাহান মিতু

১৮-২-২০২৩

শেষ হাসিটা হাসবো বলেই
দাঁড়িয়ে আছি দরজার ওপাশে,

ক্লান্ত পথিক যদি ফিরে আসো
দেখবে হাজার বছর পেরিয়েও
দাঁড়িয়ে আছি তোমার শান্তির বার্তা হয়ে।

ফাগুনের হলদে সরষে গালিচায়
যে রোদ খেলা করে মুখ টিপে হেসে,

সেখানেই আমি ভালোবেসে
রাত্রি শেষে ভোর হয়ে প্রতীক্ষায় তোমার।

একবার ভালোবেসে নির্ভরতায় স্পর্শ করো এ হাত -দেখবে বালিহাঁসের ঠোঁটে আলতা রঙের প্রেম,

যেখানে তোমার জন্য ভালোবেসে হাহাকার করে আজও নাটোরের বনলতা সেন।

ঘুমন্ত মাটির বিছানা ছেড়ে জেগে ওঠে জীবনানন্দ দাশ – হায় প্রেম অশরীরী ছায়া আজও কেঁদে কথা বলে গুল্ম বাগিচায়,

চেয়ে দেখো এখনো ভালোবাসা আছে বলেই ইতিহাস জুড়ে রোমিও জুলিয়েট।

তবুও হতাশার সম্ভাবনায় ডুবে যাও রোজ
ক্লান্তি ভরা চোখের পাতায় শিশির কণা,

চেয়ে দেখো তোমার জন্য দাঁড়িয়ে আছি
বসন্ত জানেনা যে প্রেম – সে প্রেম পূর্ণ সরোবরে।

error: Content is protected !!

Powered by themekiller.com