আবছায়ায়
সারমিন জাহান মিতু
১৬-০২-২০২৩
ভালোবাসার শুদ্ধতা নেই
আছে শূন্যতা – আছে পুড়ে
খাক হওয়ার দগ্ধ যন্ত্রণা।
তবুও ভালোবাসে মানুষ
স্বপ্ন বুনে রঙধনুর আবিরে।
আমিও বেসেছি ভালো
সমুদ্র ফেনিল জলরাশি হয়ে
ডোবাতে তোকে –
সকাল,সাজে আমারই নামে।
আমার অবর্তমানে মহাশূন্যতায়
ধূসর বিষন্ন কুয়াশায়
যদিও বা মনে পড়ে অলস দুপুরে
নিস্তব্ধত মায়াবী রাতে আমাকেই,
সে শূন্যতায় পোড়াতে তোমায়
বেসেছি ভালো স্বার্থপরতায়
নিদারুণ মনের অসুখে
আমাকেই রেখো মনে
কাছে দুরের আবছায়ায়।