Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ” শাব্দবান”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ” শাব্দবান”

” শাব্দবান ”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

শব্দের নিখুঁত ভাজে উঁকি দেয় চৌকোশ কবির কলম
বলে দেয় ” বারুদের গন্ধ নাও,তোর যতক্ষণ আছে দম।

কবির চৌকশ শব্দে পুড়ছে বেহায়া একবিংশ শতাব্দী
পুড়ছে কৃষকের উঠোন, পুড়ছে ঘর বন্দি কাব্য দেবী।

রোজ তবু শব্দের ভাঁজে কবি ষরোশী বাঁধে কৌশলে
রোজ রক্তপাত, রোজ অগ্নুৎপাত, রোজ ধর্ষণ হানাহানি।

এ শতাব্দীর কবি ও কবিতার সারসি আক্রমণে কাঁদে
বেহায়া সভ্যতা, বেহায়া সম্মান, কাঁদে রোজ শব্দ ষরোশী।

তবুও কবি থেমে নেই, রোজ দাগে খুঁনতি অথবা কামান
রোজ মারে সভ্যতা, হার রোজ ভেঙে চলে সার্থের প্রাচীর।

Powered by themekiller.com