05/05/2023
প্রিয় তুমি
জেবুন্নেছা জেবু
যতো যাই বলি
তুমি ছাড়া কিছু চলে না
আলোকিত তোমার সত্তা
যার উষ্ণতায় ভরে উঠে
জগতের সকল সজীবতা।
তুমি কি জানো না?
তোমার ডুবে যাওয়ায়
সমগ্র আলো আধাঁরে হারায়,
আর শব্দরা ভাষা পায় না
মনে জাগে হতাশা!
প্রিয় তুমি বিনা
চলে না দিন
কাঠে না প্রহর
তোমার আলোয় উজ্জ্বল করো
তোমারই ভুবন ঘর।
তুমি বললে,
সূর্য কখনো কারো হয় না
সেতো সকলের জানা
তুমি আমাদের ভরসার ভাবনা
তুমিই সকল প্রেরনা,
তোমাকেই ভালোবাসি
তোমার উদয়ে প্রানভরে হাসি।।
——————————————–
সময় অসময়
সুশংকর মল্লিক
তাং- ০৪/০২/২০২৩
ঘর থেকে যখন বেড়িয়েছিলাম
তখন সূর্য উদয়ের বেলা
তারপর যতটা পথ হেটেছি
দেখেছি ভানুর নিদারুন রসিকতা ।
যেন তার আজ শুধু
আমাকেই দেখে নেওয়ার পালা
দমেনি একটুও ইচ্ছা শক্তি
জাগ্ৰত হয়নি মনে তার দয়া ।
দহন , প্রচন্ড বাড়াবাড়ি সয়ে
পথ ধরে আমার হেটে চলা
নয়ত হেরে যেতে হবে
ফুরায়ে আলোর খেলা ।
আমি চলেছি , দুরন্ত পায়ে
চলতে চলতে অবাক হওয়ার পালা ,
দেখি , ভানু যেন কমিয়ে দিতেছে
তেজ বিলাইবার খেলা ।
আরো জোরে তীব্র গতিতে
ছুটতে আমার হাটা
ভীষণ রকম চমকে গেলাম
দেখে সামনের দৃশ্যখানা ।
পথ হয়েছে পাথরে পাথরে
সুন্দর সুমসৃণ টানা ,
দুই ধারে তার সবুজ সবুজ
মাঝে মধ্যে ফুলেদের শুধু মেলা ।
লাল হলুদ আরো অনেক রঙে
পাপড়ির ভাজে যাদু যেন ভরা ,
হাত বাড়িয়ে ডেকে দিয়ে বলছে
দেখে যাও পথিক , আমার রূপের মায়া ।
এখানে আছে স্বর্গ অনেক
রঙিন খামে মোড়া ,
খুলে যদি দেখো একবার
ধন্য হবে তোমার জীবন খানা ।
ফুল , তারে কে না ভালোবাসে
তাই বলে ডুবে যাবো
সব ভুলে , মোটেও না
আমার পরে আসছে বেলা ।
তোমরা সুন্দর , তোমরা রঙিন
ছন্দ মায়ায় ঘেরা ,
ভালো থেকো , সুখে থেকো
এখন আমার যাবার বেলা ।
——————————————–
……………..শহীদ তোমায় ভুলবোনা………….
কলমে- এস আই মোল্লা
০৪.০২.২০২৩
কাল”শহীদ দিবস”ছিল
আজ”মাতৃভাষা দিবস”হল,
নামের ফারাকে কিবা যায় আসে
ভাষা আন্দোলন ভূলিলে সত্যিই পাপ আসে।
“ভাষা আন্দোলন”স্মরণে
শহীদ তরে মন গুমরে কাঁদে,
বীর শহীদের রক্ত করেছিল শক্ত
হয়েছিল “মুক্তিযুদ্ধের” দূর্গম পথ সূপ্রশস্ত।
একুশে ফেব্রুয়ারি এই ক্ষণ
বিষণ্ণতার সিক্তে ভরে যায় মন,
যেন সিক্তে শহীদের রক্তে ক্যানভাসি মন
রোয়াঁ মস্তকহীন রোম মহুর্তে জাগায় শিহরণ।
বিষণ্ণ মন বলে ওঠে তবু
বীর শহীদ তোমায় ভুলবোনা কভু,
শহীদের আত্মা শান্তিতে তুমি রেখো প্রভু
মোদের অহং কৃতকর্মে দুঃখ পায় না যেন কভু।
( সমাপ্ত )
রচনাকাল:০৩.০২.২০২৩
——————————————–
শিরোনাম-
“মানবতার মাথা”
কলমেঃ
আসাদুজ্জামান জুবায়ের
তারিখঃ
০৪.০২.২০২৩ সাল।
হা হা হা কবিতা খাবো এবার।
অনাদিকাল ধরে আদিম ক্ষুধা
মেটাবে বলো কে আর।
মানুষ হবো ভাবতে ভাবতে
অমানুষিক জমা পাপ
ভরা অনন্ত অম্বর।
কুকুর পাগলি আর মানুষের যে রাত?
সে আততায়ী
আমারে করে পর।
না মানুষ থেকে অমানুষ হই
হ্যা মানুষ যার ঘর।
তার ললাটে তালাশ করে
ঠাঁশবুনোঠের নগর।
দিগ্বিদিক আলোর মশাল
চোখ কুড়ালো যে আঁধার।
তার কালিমা মাখানো লিখে যে কলম
ভুল বানানে খুঁজে স্বাধীনতা।
পরাধীনতার
সে ঘর পরবাস ;
বসতি লোহার পিঞ্জর।
মানুষ হবার স্বপ্ন বুনি
বুলি আওড়াক সাম্যবাদ।
পুস্তকে বাধা সে জীবন তার
লাল কিতাব নয় আমার।
কবি একবার ফের জোর দিয়ে বলো
কি দিয়ে কিনি সে বিক্রিত মানবতা।
লজ্জ্বায়….
যা হারিয়েছি বারংবার।
——————————————–
কবিতা
অপূর্ব ভাবনার বিনিময়
4.2.23
@ কৌশিক ভট্টাচার্য্য
আমি ছবিতে পাতাবাহারি গাছ দেখালাম বলে,
তুমি গোলাপী ও কমলা রঙের পুষ্পরাজি দেখালে । মনে হল,এ এক অপূর্ব ভাবনার বিনিময়।
প্রিয় সখী,এই তো তোমার সুক্ষ্ম রুচির পরিচয়।
বিশ্বকবি কি বলেছিলেন,তোমার কি মনে পড়ে?
“পুষ্পবনে পুষ্প নাহি,আছে সে অন্তরে।”
পুষ্প,পত্র,প্রকৃতির অতুল শোভার বিকাশ,
তাদের তরে আকাশের কোল, আতপ,প্রসন্ন বাতাস।
তবু যদি দিগন্চলে পুলকিত আনন্দময় চন্চলের আহ্বানে,
বসন্তবায় লেখে গীতালি,ফুল ফুটিয়ে মনের বাগানে,
তবেই তো ব্যর্থ হবে না প্রকৃতির পুষ্পপত্রশোভা,
ফুল ও পাতার গীতগন্ধ হবে আরো মনলোভা,
কান্নাহাসিতে ভরা দিনগুলি করবে নবীনকে বরণ।
তারি প্রতিধ্বনি শোনাক তোমাকে এই কবিতার চরণ।
মনের মাধুরী মিললে বাহিরের রূপমাধুর্য সাথে,
তাই চিরসুন্দরের উপহার হয়ে থাকবে তোমার হাতে।
——————————————–
কবিতা
শিরোনামঃ দাগ
কলমে: অসীম কুমার মান্না
তারিখ: ০৪/০২/২০২৩
কাপড় যদি হয় সাদা
লাগলে তাতে একটু কাদা
সে দাগটাও জ্বলজ্বল করে।
কটু কথা বলবে লোকে
দেখবে কেমন বাঁকা চোখে
গুজব হয়ে মুখে মুখে ফেরে ।।
কাপড় যদি হয় রঙিন
কাদার দাগ হবে লীন
কাদা যত দুর্গন্ধই হোক।
চায়ের কাপে উঠবে না ঝড়
পড়বে না সন্দেহের নজর
অজান্তে দাগ এড়িয়ে যাবে চোখ।।