Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর দুর্দান্ত কবিতা “মেঘচিত্রে তিলত্তমা”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর দুর্দান্ত কবিতা “মেঘচিত্রে তিলত্তমা”

মেঘমুক্ত আকাশের নীলে এঁকে দিলাম আঁচর চিহ্ন
একটা অবয়ব ভেসে উঠলো নিমিশেই, হাসি ভরা চোখ
এর পর আমি হেঁটে চললাম সাহারার বুক চিড়ে দূরে__।

এটা আমার জীবন পথের অতিক্রান্ত সময়ের গল্প
আমার পা পুড়ে যায়, আমার তৃষ্ণা ঠোঁটে, বুক ধরফর
তবুও সেই চরিত্র আমাকে টিকিয়ে রাখে তপ্ত বালুতে।

যে ছবিটা আকাশে আঁকি, যে ছবিটা মেঘ হয় আমার
যে আঁচরে স্পষ্ট হয় কল্প রাজ্যের অষ্টাদশী তিলত্তমা
সে আর কেউ না, আমার অতীত, আমার ভালোবাসা।

আমার বর্তমান ঘিরে যে আজও জীবনের তৈলচিত্র
যে না থেকেও অনন্ত শান্তির প্রিয়তমা, মুক্ত চকচক প্রেম
সে আজও আমার বেঁচে থাকার সুনির্দিষ্ট পথ খুঁজে দেয়।
– মেঘচিত্রে তিলত্তমা
– আব্দুল্লাহ আল মামুন রিটন

error: Content is protected !!

Powered by themekiller.com