Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “হে নারী জগৎ জয়ী ”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “হে নারী জগৎ জয়ী ”

” হে নারী জগৎ জয়ী ”
– রিটন

যদি জানতে তোমরা সম্পূর্ণ তাকে
যদি এই চোখে দেখা যেত সমুদ্র অতল
যদি চেনা যেত আকাশটা থেমেছে কোথায়
তবে তোমাকেই সবাই চাইতো,ভালোবাসতো।

বলতো হে নারী,আমাকেও যুদ্ধ শেখাও
সমুদ্র তল হতে জয় করি আমিও ঐ ব্রহ্মান্ড…
স্ব-গর্বে যেন বলতে পারি, আমিও বিশ্বজয়ী।

যেভাবে আঁচলে লুকিয়েছ সমগ্র কষ্ট
যেভাবে ফুটালে ফুল রাতের আকাশের বুকে
যেভাবে স্ব-যত্নে ঢেলেছ মমতা সমস্ত অঞ্চলে
শেখাও হে নারী, আমিও যেন তেমনি সাজাতে পারি।

এত সুখ কিভাবে ছেটাও? লুকিয়ে আগ্নেগিরি
কিভাবে যন্ত্রণার পথ পিছনে রেখে অগ্রজা হও তুমি
শেখাও হে নারী, শেখাও হে বান্ধবী, হে জননী
এই রুক্ষ ধরতালে আমিও সেই কঙ্কর পথ দেই পাড়ি।

Powered by themekiller.com