সে শুধু তোমার জন্য
সারমিন জাহান মিতু
২০/১/২০২১
পোড়া মাটির তৈরি পুতুলের
দীর্ঘনিঃশ্বাসের শব্দ শুনতে পাও কি তুমি,
পাওনা জানি।
নিষ্প্রাণ দেহে নেচে যায়
শহর মাতিয়ে তার উৎসর্গের উল্লাস।
কষ্টের প্রাচীরে হৃৎপিন্ডের বয়ে চলা
দাগ গুলো দেখতে পাও তুমি-পাওনা।
আমিও ঢেকে রাখি,
সুখী মানুষের খোলসে।
কোন অভিমান রাখিনা জমা,
ভালোবেসে অভিমান মনে রাখতে নেই বলে।
কল্পলোকে স্বর্গরাজ্য বানিয়ে
ভালোবেসে যাই নিজের করে।
মুখে হেসে যাই,
মনের বরফঘর হতে ঝরে ক্ষতের পুঁজ।
ক্ষত পূরণে প্রলেপ দেই কিছু শুকনো লঙ্কা,
তীব্র দহনে জ্বলে যায় মন।
আমি আরও বেদনার এমন দহনে পোড়াতে চাই নিজেকে,
দেখতে চাই কতোটা ভালোবেসে পোড়ে এ মন
শুধু তোমার জন্য।
আমি মনের পরীক্ষার নিরীক্ষক,
ওর নিংড়ানো নির্যাসে খুঁজে চলি ঠিক কতোটা
ভালোবেসে দহন পোষে সে শুধু তোমার জন্য।