বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা বাজারে হেযবুত তওহীদের জেলা কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জানুয়ারী) সভায় জেলা হেযবুত তওহীদের ভারপ্রাপ্ত সভাপতি হোসনে মোবারক আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-হেযবুত তওহীদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সফিকুল আলম ওখবা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- হেযবুত তওহীদে নতুন যোগদানকারীদের উদ্দেশ্যে প্রকৃত ইসলামের আকীদা তুলে ধরেন এবং হেযবুত তওহীদের বিভিন্ন প্রকাশিত পাঠ্যবই জেলার ৩৬ লক্ষ জনসাধারনের ঘরে ঘরে পৌছানোর জন্য কর্মীদের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন-হেযবুত তওহীদের শাহরাস্তি উপজেলা সভাপতি মাহাবুব আলম, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো: শাহাবুদ্দিন, কচুয়া উপজেলার রহিমানগর ইউনিটি সভাপতি তোফায়েল হোসেন মহন সহ আন্দোলনটি সদস্যবৃন্দ।