Breaking News
Home / Breaking News / কচুয়ায় নব-নির্বাচিত জেলাপরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা চেয়ারম্যান-মেম্বারদের সাথে মতবিনিময় সভা

কচুয়ায় নব-নির্বাচিত জেলাপরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা চেয়ারম্যান-মেম্বারদের সাথে মতবিনিময় সভা

মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
চাঁদপুর জেলাপরিষদের নব-নির্বাচিত কচুয়া আসনের সদস্য তৌহিদুল ইসলাম খোকা ৮ ও ৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে সৌজন্য সাক্ষাতে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২ জানুয়ারী) ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আ: ছালাম সওদাগর ও ৮নং কাদলা ইউপি চেয়ারম্যান নূরে আলম রিহাতের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় তৌহিদুল ইসলাম খোকা বলেন- আমি কথা দিয়েছিলাম জনস্বার্থে যেসকল বরাদ্দ আসবে তা আপনাদের সাথে সমন্বয় করে কাজ করবো। সেই প্রতিশ্রুতিতে জেলাপরিষদ থেকে স্বল্প পরিসরে কিছু শীতবস্ত্র বরাদ্দ আসছে। তা আজ আপনাদের কাছে দিয়ে যবো। আপনারা অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরন করবেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক সফিকুল ইসলাম স্বপন, ইউপি সচিব মো: ওয়ালি উল্যাহ, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এনামুল হক মিন্টু, আলী আকবর, সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, গোহট দক্ষিন ইউপি সদস্য জহির মোল্লা, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিউদ্দীন মজুমদার মাহি, সদস্য মিজানুর রহমান প্রধান, শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তার খান, কড়ইয়া ইউনিয় যুবলীগের যুগ্ন আহবায়ক জসিম উদ্দীন সহ পরিষদের মেম্বার ও আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় শেষে উভয় সভায় নির্বাচন পরবর্তী তৌহিদুল ইসলাম খোকার সৌজন্য সাক্ষাতে মিষ্টি মুখ করা হয় এবং উভয় পরিষদে বরাদ্দের শীতবস্ত্র চেয়ারম্যান-মেম্বারদেরকে বুঝিয়ে দেয়া হয়।

Powered by themekiller.com