মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুরে মরন নেশা ইয়াবা পাচার ও সেবন বেড়ে যাওয়ায় বসে নেই চাঁদপুরের প্রশাসন। একের পর এক মাদক পাচারের বড় বর চালান প্রসাশন, পুলিশ ও চাঁদপুর নদী বন্দর পরিচালনাকারী কোস্টগার্ড সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদরের ইচলি খেয়াঘাট, পাওয়ার প্লান্ট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় একটি খেলার মাঠে অভিনব কায়দায় লুকানো একটি প্যাকেট থেকে ৫০৮ পিস ইয়াবা জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর, কাজী মোঃ মেশকাতুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত ইয়াবা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।