Breaking News
Home / Breaking News / কচুয়ায় শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত!! হাইকোর্টের রুল

কচুয়ায় শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত!! হাইকোর্টের রুল

মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মাননীয় বিচারপতি মো: খায়রুজ্জামান ও মাননীয় বিচারপতি ইকবাল কবির ৬ মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। তফসিল অনুযায়ী ১২ ডিসেম্বর নির্বাচনের তারিখ ধার্য্য ছিল। বিদ্যালয়ের অভিভাবক জিয়াউর রহমান হাতেম হাইকোর্টে এ রিট পিটিশন দায়ের করেন। যার নং-১৫৩২৭। রিটটির অনুকুলে মহামান্য আদালত এ আদেশ প্রদান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর জানান, নির্বাচন স্থগিতের জন্য জিয়াউর রহমান হাতেমের আবেদনের বিষয়টি নিশ্চিত করেন। তবে মহামান্য হাইকোর্টের ৬ মাসের স্থগিতাদেশের রুল জারির কপি আমি এখনো হাতে পায়নি।

Powered by themekiller.com