কবিতাঃ আমার যেনো নেই কেউ
কবিঃ রৌনকা আফরুজ সরকার
তোমরা গ্রীস্মে খুঁজে পাও প্রেমিকের শীতল পরশ
ভালোবাসায় ডুবে খুঁজ মনের হরষ,
আমি একা বসে উত্তাপে ভাসি
পুড়ে পুড়ে যায় পুলক রাশি।
আমার যেনো নেই কেউ
হৃদয়ে আগুনের ফুলকি খেলে ঢেউ।
তোমরা বর্ষা এলে জলবনে যাও চুপিসারে
জলশাড়ীতে মেতে ওঠো মধুর অভিসারে,
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় চলে কতনা প্রেম
আনন্দ বনেও বাজায় বাঁশি তোমাদের বনশ্যাম।
আমার মরুতে নেই একফুটাও জল
দুঃখের সাগরে একা আমি স্রোত প্রবল।
তোমাদের প্রেম উছলিয়া পড়ে শরতে
প্রেমলীলা যায় দেখা কাশফুলের পরতে,
শরতের আকাশে থাকে তোমাদের স্বপ্ন ছড়ানো
জীবন তো তোমাদের জোসনা জড়ানো।
আমার শরতে আছে বিরহ-ব্যাথা
কাফন রং এ কাশফুল দোলে সেথা।
তোমাদের হেমন্ত আসে নতুন ধানে
ছোঁয়া লাগে তার কৃষকের পালাগানে,
পিঠা পায়েশের চলে ধুম
আনন্দে শেষ হয়না আনন্দ নদীর ঘুম।
আমার হেমন্তে হয়না তো নবান্ন
দুঃখেরা করে রাজত্ব হয়ে বন্য।
সর্ষে ফুলের হাসিতে আসে তোমাদের শীত
খেজুর বনে কত সুখে গাও প্রেমগীত,
শীতের মিষ্টি রোদে বসে বলো অনেক গল্প
কতনা ভালোবাসা মাখানো তোমাদের কল্প।
শীতে আমার দুঃখী হৃদয়ের দুঃখ জমাট বাঁধে
মরণ দুয়ারে যেতে যমদূত বারে বারে সাধে।
তোমাদের বসন্তে আছে কৃষ্ণচূড়ার রং
মনজুড়িয়ে যায় দেখে ফাগুনের ঢং,
ফুলবনে মৌমাছিরাও করে প্রেমনৃত্য
প্রকৃতিতে হয় রূপের বন্যা দেখে নাচে কোকিলের চিত্ত।
আমার বসন্তে হয়না তো লেখা কোন গান
দেহ যেনো বেঁচে আছে হয়ে নিস্প্রাণ।
ছয়ঋতুতেই আমি থাকি একা
পাইনা কভু তার দেখা,
পিপাসার্ত পোড়া চোখ মোর
দেখে শুধু বিবর্ণ বিষন্ন ভোর।
পাইনা তো খুঁজে জীবনের কোন নেউ
নীড় হারা হয়ে ঘুরছি পথে আমার যেনো নেই কেউ।