Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর বাস্তব কবিতা “তারপর ক্রমশ’

কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর বাস্তব কবিতা “তারপর ক্রমশ’

কবিতা – তারপর ক্রমশ
লেখনী – শ্যামল ব্যানার্জী
তারিখ – ২৫ /১১ /২০২২

তারপর….. শুধুই ক্রমশ তারপর —
একটানা নীরবতা তোর আর আমার মাঝে,
সময় থমকে দাঁড়িয়ে তখন
তারপর…।
তারপর, তোর চুক্তি মেয়াদের শেষ দিন
পার করে
তুই চলে যাবি আজ অবেলায়
ভীড় ঠাসা শহরে জানবে না কেউ
আমার তোর গল্প কথা,
জানবে না কেউ,.
তুই চলে গেলে পর।
তোর অস্থায়ী ঠিকানা যখন ঠিকানা বিহীন
বৈশাখী এলোমেলো পথ আরও রুক্ষ কঠিন
শুন্য হাওয়ায় ভেসে যাওয়া ভরাট শূন্যতা
একা একা গুমরে ওঠা মন খারাপের দিন
সব তোর একার কেন হয়,
আমায় কেন দুরে রাখার ছল করে যাস সারাদিন।
আমিও সে বান্দা নই জেনে রাখ,
কুয়াশার পথ হেঁটে ঠিক একদিন
পৌঁছে যাবো তোর কাছে,
অসমাপ্ত গল্প আমি সাজাবো আবার,
তোর সাথে দেখা হলে জেনে রাখ নিশ্চিত।
মানুষই তো ব্যাথা দেয়, মানুষই তো কাঁদে,
আমিও কেঁদেছি তেমনি অনেক
খুঁজেছি তোকে শুধু গলি থেকে রাজপথে।
তারপর….
তারপর একদিন খোলা অন্ধকারে
পেয়েছি তোকে স্ফটিকের মতো
আবার কখনও বা আলো-ছায়া
অশরীরী যেন
অধরা থাকিস কেন বলতে পারিস?
তারপর..
আবার দেখা হয়,
দূর পাহাড়ের কোনো প্রান্তিক কোনে
তোর ফেলে যাওয়া শেষের কবিতা
আবার লিখবো আমি নতুন করে,
তারপর.. এমনি করেই আসবে ক্রমশ
আর একটা তারপর…।

Powered by themekiller.com