কবিতা : আমার ভালোবাসা সীমাহীন
কবি: রৌনকা আফরুজ সরকার
এক পৃথিবী সম দূরত্ব
পাওয়ার আশা ক্ষীণ,
তবুও আমি ভালবাসি
আমার ভালোবাসা সীমাহীন।
প্রজাপতি রং হারিয়েছে
অন্য গ্রহে বাজে বীণ,
তবুও আমি ভালবাসি
আমার ভালোবাসা সীমাহীন।
শিশিরে মন দোলে
কুয়াশা ঢাকা দিন,
তবুও আমি ভালবাসি
আমার ভালোবাসা সীমাহীন।
প্লাবনে ঢাকা শ্রাবণ
সমুদ্র অনেক গহীন,
তবুও আমি ভালবাসি
আমার ভালোবাসা সীমাহীন।
কত দূরে আছে তারা
যায় না দেখা হারিয়েছে দূরবীণ,
তবুও আমি ভালবাসি
আমার ভালোবাসা সীমাহীন।