Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

ব্যবধান
কলমেঃ নাকিবা মৌরী
তারিখঃ ২৩/১১/২০২২

বিশাল এই আকাশে তুমিই একমাত্র চাঁদ
রাতের আকাশে নিঃসঙ্গ, তুমি কেমন আছো ?
কোনো এক ঘন নীল আলো এসে
ছায়াহীন সুবর্ণ জোৎস্নায় কেন মানুষ কাঁপাও প্রহরে প্রহরে ?
তোমাকে দেখে কত কবির দু’চোখ জুড়ায়,
কখনোবা প্রেমিকার বিলাসে উদাসী হয় মন।

তরুলতা আমি, অনেক দূরত্ব তোমাতে আমাতে
ছুঁয়ে যাও শুধু নীরব দৃষ্টিতে অনুভূতির আলিঙ্গনে,

কেউ হয়না মুগ্ধ আমার রূপে, হতাশ আমি।
তোমাকে নিয়ে কল্পনায় হারিয়ে যায় কতজন
আমাকে কজনই বা মনে রাখে ?
তবুও আমি ভাগ্যবতী,
মাটি আর মানুষের সাথে মিলেমিশে একাকার ,
আমার দৃষ্টি, আমার শেকড় এই মাটিতেই।

তোমার আছে সৌন্দর্য,অনেক নামডাক কবির কলমে,
সাহিত্যিকের হৃদয়ের দ্বারে কিংবা গল্প উপন্যাস এমনকি প্রেমিকের স্বপ্নে।
কিন্তু তাতে কি ? তুমি ইচ্ছে করলেই যখন তখন দেখা দিতে পারো না
প্রতিটি মুহূর্তে কারো কাছাকাছি যেতে পারো না,
আমি অতি তুচ্ছ,
তবু তোমার দৃষ্টি রয় আমারই পানে,
কেউ না জানুক আমি তো জানি।

তোমার আলোকিত জ্যোৎস্না হাজার বাধা ডিঙিয়ে চলে আসে আমারই কাছে।
আমি না চাইতেই তুমি ছুঁয়ে ছুঁয়ে যাও আমায়।
কীসের এত অহংকার তোমার ?
ক্ষণিকের সৌন্দর্যের ?
মহা শূন্যতায় যার বাস, একাকিত্বে যার জীবন,
আর যাই হোক সে কারো আপন হতে পারে না।
আমি মিশে থাকি মাটি আর মানুষের সাথে,
আমার শীতল বাতাসে জুড়ায় সবার প্রাণ,
আমার শ্বাস-প্রশ্বাস বাঁচিয়ে রাখে অসংখ্য জীবন,
কত ক্লান্ত পথিক বসে আমার ছায়ায়
আমি ধন্য, জন্ম আমার সার্থক সকল সৃষ্টির জন্য।

——————————————–

—নূতন সুর—
কলমে-রশ্মিতা দাস
তারিখ-২৩.১১.২০২২

মাটির সাথে ঘর বেঁধেছি,
আকাশ যোজন দূরে
সোঁদাগন্ধে উনুন জ্বালাই
আমার অন্তঃপুরে।

সাগরজলের দিগন্তপ্রেম
আঁচলেতে অধরা
থোড় বড়ি খাড়া রোজনামচায়
দেয় না বারিদ সাড়া।

আমার আকাশ মেঠো আঙিনায়
বেঁধেছে সামিয়ানা,
ইন্দ্রধনু কয়েদ করে
ছোট্ট শিশিরকণা।

মনময়ূরীর উদাস ডানা
বৃষ্টি যখন দেখে,
খোঁজে দিগন্ত,পীত বসন্ত
উঠোনের আঁকেবাঁকে।

সজল দুটি চপল আঁখি
আকাশ ছুঁতে উচাটন,
হঠাৎ সে কোন স্পর্শ জাগায়
হৃদয় জোড়া তুফান,

লাঙল ধরা হাতের করে
মাটির ঘরকন্না
অলীক মায়ায় তোলে হিল্লোল
জাগায় খুশীর বন্যা।

ঘর্মসিক্ত শ্রান্ত কায়া
আমার শিকড় বোনে,
প্রশান্ত ঢেউ কয়েদ করে
আমার হাসির সনে।

তোমার আঁখির নীরব মায়ায়
আকাশ যে দেয় ধরা,
কালবৈশাখী জাগে সেথায়,
উঠোনে ফেলে সাড়া।

মনময়ূরী তা থৈ বারিষ
হৃদয় জুড়ে মাখে,
নৃত্যে মুক্ত বিহঙ্গিনী
জাগে বকুল শাখে।

তোমার অতল মনিকোঠায়
বসন্ত ঘর বাঁধে,
অধরা স্বপন সাদা ক্যানভাসে
নূতন জীবন বোধে

হাজারো রঙে আবার সাজে
নূতন সুরে গানে,
যামিনীর বুকে জাগে বাঁশী,
পুলক জায়গায় প্রাণে…

——————————————-
শিরোনাম – হেমন্তের গান।
কলমে-বিজন রায়।
তাং-২৪/১১/২০২২.

গাছের শাখায় হলুদ পাতায়
লাগলো আজি হিমেল হাওয়া,
হেমন্তকে আনলো ডেকে
তাইতো আমার এ গান গাওয়া।

মাঠ ভরেছে পাকা ধানে
খুশির জোয়ার সবার প্রাণে,
সারাপাড়া উঠলো ভরে
নলিন গুড়ের মধুর ঘ্রাণে।

সকালবেলা মায়ের হাতের
রসে ভেজা নানান পিঠে,
সবাই মিলে মিষ্টি রোদে
বসে খেতে লাগে মিঠে।

শিশির ঝরে টিনের চালে
নদীর জলে মাঠে-ঘাসে,
কুয়াশাতে রাত্রি ঢাকে
পাতার ফাঁকে সূর্য হাসে।।

——————————————–

।। অসহায় কৌতুকী।।

শুধু এইটুকুই ঈপ্সিত ছিল –
জীবনের সমস্ত গরলকে আড়ালে সরিয়ে,
মন পৌঁছাতে চেয়েছিল,
কোন এক আবর্তের স্রোতে,
তা’ অপূর্ণ রয়ে গেছে।
অশ্রুতকে শুনতে চাওয়ার,
অদেখাকে দেখতে পাওয়ার বাসনায়,
এগিয়ে যাওয়া কি অন্যায়?
জানা ছিলনা আমার,
তা’ হয় না, হওয়ারও নয়,
কারণ, আকাঙ্ক্ষারাও তো ক্ষণজীবী হয়।
তাই, বাসনারা ফসিলের মতো এখন
নিষ্প্রাণ, শুধু স্মৃতিতেই তার অস্তিত্ব নিয়ে
পড়ে আছে যেন।
যতই আলো জ্বালাই না কেন
কোন এক প্রতীতি সূচকে পড়ে থাকে
জোনাকি হয়ে।

@সুপ্রিয় ঘোষ কলকাতা
২৩/১১/২০২২

—————————————–+-
শিরোনামঃ কথা
কবি মোঃ আনোয়ার হোসেন
তারিখঃ ২৪ নভেম্বর ২০২২

অনেক কথা, মানুষের ইতিহাসের কথা
সমাজের কথা রাজনীতির কথা ।
ভালো কথা ভালো মানুষের কথা
মন্দ কথা সমাজকে কলুষিত করার কথা।
কথার কথা শুধুই কথা নাই যার আগা মাথা
কথা দিয়ে কথা রাখা
কথা দিয়ে কথা না রাখা।
হারিয়ে যাওয়া কথা
বেদনার কথা
ভালো লাগার কথা
ভালোবাসার কথা
যৌবনের কথা মরণের কথা।
জীবনের সব কথা কথা নয়
কিছু কথা হৃদয় নিঙড়ানো
ভালোবাসার কথা হয়,
কিছু কথা হৃদয়ের ব্যথা বাড়ায়।
কিছু কথা যায় না বলা সহজে
কিছু কথার রেশ থেকে যায় মগজে।
কথা দিয়ে বিশ্ব জয় করা যায়,
কথার ঝাঁঝালো সুরে যুদ্ধ লেগে যায়।
মুখের কথা সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত
কথা দিয়েই বিশ্বাস স্থাপন করতে হয়,
কথা রাখার অভ্যাস গড়তে হয় নিয়মিত,
জীবনের সত্য, কথায় হয় প্রকাশিত।
চোখ যে মনের কথা বলে চোখের ভাষায়
কথা হয়,
যে কথা যায় না বলা প্রকাশে, ইশারায় কথা হয়।
হৃদয়ের কথা বলিতে ব্যকুল তুমি এসো শুনিতে
যে কথা মনের কথা শেষ হয় না ভাবিতে ভাবিতে।
বলা হলো অনেক কথা
বাকি রয়ে গেল না বলা কথা।

————_——————————-

তারিখ-২৪.১১.২২
কলমে -সঙ্গীতা ঘোষ (ভড়)
শিরোনামঃ যন্ত্রনাহীন মৃত্যু
___________

অন্ধ শব্দরা আজ দিশাহীন গতিপথে, অনন্তকালের জন্য নিশানা খুঁজতে চলেছে।
আমি ওদের বহিষ্কার করেছি ওরা আর আমার হৃদয়ে ভাঙন ধরাবে না,
আর করবে না প্রেমের প্রতীক্ষা।
প্রশান্ত মহাসাগরের বুকে চড়ুই পাখি হয়ে,
আমার শব্দরা এবার উড়ে যাবে, কিন্তু কিছু দেখতে পাবে না।

Powered by themekiller.com