Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর অসাধারণ কবিতা “হায়রে জীবন “

কবি সারমিন জাহান মিতুর অসাধারণ কবিতা “হায়রে জীবন “

হায়রে জীবন

সারমিন জাহান মিতু

২৯-১০-২০২২

এখানে এখন ভালোবাসা দুমড়ে মুচড়ে কাঁদে- আহত নদীর পাথর আর্তনাদ শোনেনা কেউ,

ঘুটঘুটে আঁধার রাত শুধু হুতোম প্যাঁচার ডাক।

কখন শরৎ আসে – কখন বসন্ত জানেনা নির্মম পরিণতির কষাঘাতে ঝিমিয়ে পড়া সেই জীবন,

হায়রে জীবন যদি প্রাণ পেলে – তবে কেন সরষে হলুদ বর্ণ এখন মেঘ রঙ।

যদি পিছনে ফেরা যেতো ফেরারি এ মন – একবার যদি সে ডাকতো পুরনো নাম ধরে – বানভাসি গ্রামের মতো প্লাবিত হতো মন।

কিন্তু নিছক তামাশার খেলা খেলছে যে জন – বোঝেন না কত বেদনার পাহাড় এ মন,

প্রভাতে যদি আর সূর্য না ওঠে – হেসে কথা না কয় পাখিদের গুঞ্জন – তবে পৃথিবী কি পায় পূর্ণ জীবন।

যে নারীর ঘর ভেঙে হয়েছে শ্মশান – নীরবতার খোলসে সে বরফের ঘর,

একটু উষ্ণ পরশে জুড়িয়ে প্রাণ- স্বপ্নও হেসে কথা বলে প্রিয় স্বজন – যদি ডাকে আবার মা বলে – এক আঁচলা জলে ডুকরে কাঁদে।

তবুও জীবন বেঁচে থাকে – অচেনা স্বপ্ন গুলো উড়ন্ত মেঘের পালকে উড়ে চলে,

ভালোবাসার এক নদী অশ্রু জলে।

Powered by themekiller.com