Breaking News
Home / Breaking News / মেঘনায় মা ইলিশ রক্ষায় চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীর প্রতিশ্রুতি

মেঘনায় মা ইলিশ রক্ষায় চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীর প্রতিশ্রুতি

মোহাম্মদ সিন্টুঃ
প্রতিবছরের ন্যয় এবছরও ইলিশ মাছ রক্ষার্থে সরকারি ভাবে ৭ ই অক্টোবর থেকে ২৯ শে অক্টোবর পর্যন্ত চলমান ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে জেলাদের জাল ফেলে মাছ শিকার করা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে , তার আলোতে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন এই চলমান অভিযান সফল করতে আমার ইউনিয়ন এর সকল জেলে ভাইরা নদীতে মাছ নিধন থেকে বিরত থাকবেন, ইলিশ আপনার আমার সকলের সম্পদ, একটি ইলিশ থেকে লাখো ইলিশের জন্ম হবে, তাই এই মা ইলিশ প্রজন্ম রক্ষায় সরকারি সকল বিধি মালা মেনে নদীতে মাছ না ধরে ইলিশের বিস্তার বৃদ্ধি করবো, এমন মন মানসিকতা মাথায় রেখে চলমান ২২ দিনের অভিযান সফল করতে সকলে মিলে মিশে কাজ করবো, তাছারা সরকার এই অভিযানে জেলাদের জন্য চাল বরাদ্দ করেছেন, আমরা সরকার পক্ষ থেকে চাল পাওয়া মাএ বিতরণ করবো,
এছারা চেয়ারম্যান আরো বলেন মাননীয় জেলা প্রশাসকের কাছে আমি আবেদন করছি জেলেদের চাল যেনো তারাতারি বিতরণ করতে পারি, আর জেলেরা অভিযান শুরুতেই চাল পেলে পরিবার পরিজন নিয়ে খেতে পারবে। আমি আশারাখি এই গাজীপুর ইউনিয়ন এর জেলেরা মাছ শিকারে নদীতে নামবেন না যদি কোন জেলে নিষেধঞ্জা অমান্য করে নদীতে মাছ ধরতে নামে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।

Powered by themekiller.com