Breaking News
Home / Breaking News / সভাপতির সাক্ষর জাল, প্রধান শিক্ষক শ্রীঘরে

সভাপতির সাক্ষর জাল, প্রধান শিক্ষক শ্রীঘরে

সভাপতির সাক্ষর জাল, প্রধান শিক্ষক শ্রীঘরে

নিপুন জাকারিয়া:—

সভাপতির সাক্ষর জাল করায়, জালিয়াতীর মামলায় শ্রীঘরে রয়েছে, জামালপুর সদর উপজেলার লক্ষীর চর ছোলেমা আহমদ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল ইসলাম। রোববার বিচারক ফারিয়া আরজু’র সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালত তাকে এই রায় দেন। জামালপুর সদরের লক্ষিরচরের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে, জালিয়তী মামলার প্রাথমিক সত্যতা পাওয়া তাকে সিআইডাবিলের মুলে জেল হাজতে প্রেরন করেছেন আদালত।

যানা যায়- প্রধান শিক্ষক বুলবুল ইসলাম সেই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক স্থাপনে জড়িয়ে পড়লে, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি সভাপতি আফজাল হোসেন বিদ্যুৎ তাকে শিক্ষক পদ থেকে বহিস্কার করেন। সেই সময় স্থানীয় এলাকাবাসী সামাজিক ভাবে সেই শিক্ষককে তিরস্কার করেন।

পরে ২০২১ সালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডকে ভুল বুজিয়ে, ছলচাতুরী করে, অসৎ পদ অবলম্বন করে, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আফজাল হোসেন বিদ্যুৎ এর সাক্ষর জাল করে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন তিনি। ছাত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িত শিক্ষক আবার বিদ্যালয়ে, ফিরে আসায়, সেই সময়, বিদ্যালয়টি উত্তপ্ত হয়ে উঠে। বিদ্যালয়ের সভাপতি সকলের উপস্থিতে, সেই সময় প্রধান শিক্ষক বুলবুল ইসলাম প্রতিষ্ঠানে আসতে নিশেদ করেন। প্রধান শিক্ষক সভাপতির কথার কর্ণপাত না করে, সে বৈধ প্রধান শিক্ষক হিসাবে নিজেকে দাবী করে, নিয়মিত বিদ্যালয়ে আসতে থাকেন। তিনি সভাপতি বলেন, বোর্ড আমাকে পুনরায় বৈধ নিয়োগ দিয়েছে। আমি বিদ্যালয়ে আসবো, আপনি যা করার করতে পারেন।

পরে সভাপতি ময়মনসিংহ বোর্ড ও শিক্ষা মন্ত্রালয়ে খোজঁ নিয়ে জানতে পারেন, সেখানে তার সাক্ষর রয়েছে। চ্যালেঞ্জ ছুড়ে বসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফজাল হোসেন বিদ্যুৎ। তিনি হাইকোর্টে রিট পিডিশন দায়ের করেন। পরে বুলবুল ইসলামের আর্ডার স্থকিত হয়। সে সময় বুলবুল ইসলাম স্থকিত ছাড়াতে লিভ টু আপিল করলে, সাক্ষর জালের বিষয়টি সরাসরি সামনে আসে। পরে সভাপতি জানান, এটা তার সাক্ষর নয়। এখানে জালিয়াতী আশ্রয় নেওয়া হয়েছে। পরে বোর্ড চ্যালেঞ্জ করে, নিম্ম আদালতে মামলা করেন, ছোলেমা আহমদ নিম্নমাধ্যমিক ম্যানেজিং কমিটির সভাপতি। মামলার এক পর্যায়ে, সঠিক তদন্ত সাপেক্ষে, পিবিআই এর কাছে হস্তান্তর করা। পিবিআই অনেক যাছাই-বাছাই শেষে ফরেন্সিং রির্পোটে প্রমান পাই, সাক্ষরটি জান। পরে তারা আদালতে রির্পোট পেশ করলে, আদালত ২৫-০৯-২২ সমর জারি করে, নোটিশ পেশ করে। সেদিন বিবাদী হাজির হলে, জালিয়াতী প্রমানিত হওয়ায় প্রধান শিক্ষক বুলবুল ইসলাম শ্রীঘরে পাঠায় আদালত।

তথ্যটি নিশ্চিত করেছেন, লক্ষীরচর ছোলেমা আহমদ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ।

error: Content is protected !!

Powered by themekiller.com