Breaking News
Home / Breaking News / কচুয়ার কামাল উদ্দিন সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত

কচুয়ার কামাল উদ্দিন সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
সৌদিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের মৃত আশেক আলী সরকারের ছেলে মো. কামাল উদ্দিন সরকার।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন সরকার প্রায় ১৫ বছর ধরে সৌদিতে ছিলেন। ৬ মাস পূর্বে ছুটিতে বাড়িতে এসে গত ১৬ সেপ্টেম্বর তিনি ফের সৌদি চলে যান।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের নিজ কর্মস্থলে যাওয়ার পথে সড়ক পার হতে গিয়ে তিনি বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর সংবাদ পৌঁছলে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে-মেয়ে রেখে গেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদার ঘটনাটি নিশ্চিত করেন এবং দুঃখ প্রকাশ করেন। কামাল উদ্দিনের লাশ দেশে আনার চেষ্টা চলছে।

error: Content is protected !!

Powered by themekiller.com