Breaking News
Home / Breaking News / কবি কাজী শামীমা রুবী’র দুর্দান্ত কবিতা “নেত্রজলে প্রেমান্ধ”

কবি কাজী শামীমা রুবী’র দুর্দান্ত কবিতা “নেত্রজলে প্রেমান্ধ”

নেত্রজলে প্রেমান্ধ
কাজী শামীমা রুবী

নেত্রজলের এক সমুদ্র জলরাশি
নিগূঢ়তম ভালোবাসার উপহার।
নিরহঙ্কার অব্যক্ত ভালোবাসা
চোখের সমুদ্রে খায় হাবুডুবু।
ডুবসাঁতারে অতলান্তে খুঁজে ফেরে
হারানো হৃদয়ে স্পন্দিত প্রেমানন্দ।

কত অনুনয় কত আহাজারি
কত হাপিত্যেশ কত আকুলতা!
হৃদয়ের আয়নায় তিলোত্তমার
কল্পিত ইন্দ্রমায়ায় মুখাবয়ব।
হাত বাড়িয়ে স্পর্শ করার
অদম্য উচ্ছাস তীব্র-আকাঙ্ক্ষা।

বারে বারে শূণ্যহাতে রিক্তবক্ষে
ফিরে আসার তীব্র-যন্ত্রণা!
ভীষণ কষ্টে নেত্রক্ষয়ের নিরবতায়
একসমুদ্র জলে প্লাবিত হয়
হৃদয়ের কোমল প্রেম আঙিনা।

ক্ষয় হতে হতে নেত্রজলে প্রেম
আজ অস্পষ্ট ব্যর্থতায় পরিগণিত।
কতটা বুকের তাজারক্ত ক্ষরণে
ভালোবাসা কুড়ানো যায়!
কতটা নেত্র ক্ষয়ে প্রেমের স্বকৃীতি মিলে!
নেত্রজলে প্রেম পায় তৃপ্তির পূর্ণতা –

২২/০৯/২০২২

Powered by themekiller.com