Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “কতদিন দেখা হয় না বন্ধু “

কবি সারমিন জাহান মিতুর কবিতা “কতদিন দেখা হয় না বন্ধু “

কতদিন দেখা হয় না বন্ধু

সারমিন জাহান মিতু
২৪-৯২০২২

কতদিন দেখা হয় না আমাদের – শরতের এখন বয়ঃসন্ধি কাল – মেঘের অপরূপ ভেলায় ভাসছে সে- দিগন্ত ছুঁয়ে আছে যেনো কাশফুল,

বলেছিলে কাশবিলে নিয়ে যাবে একদিন – সে দিনটা আর আসেনি – ক্লান্ত দুপুর এলিয়ে পড়েছে সাজের কোলে – সে সাজ ছুঁয়ে দেখা হলো না।

রাতের ট্রেনে চলে গেলে তুমি – আর আমি – কবে আসবে ফিরে ভাবনায় নিজের মুখের করুণ চিত্র আঁকি- রঙ,তুলি ছিলো না,

মনের মেঘে শরৎ আকাশে এঁকে চলে সে ছবি।

বলেছিলে আবার দেখা হবে – বুনোফুলে ভরা নদীর চরে হাঁটতে যাবো দুজন,

সেই থেকে হাঁটছি অনন্ত পথের ঠিকানায়- কিন্তু দেখা হলো না এবার।

আচ্ছা বলো তো কতদিন দেখা হয় না আমাদের – সপ্তাহ পেরিয়ে মাস ছুঁই ছুঁই,

বলেছিলে সকালের ট্রেন ধরে ফিরবে আবার – আমি সকাল, সন্ধ্যা হৃৎপিণ্ডের কাঁপনে শুনি ট্রেনের হুইসিল – স্টেশন পেরিয়ে যায় রোজকার নিয়মে – আর আমি – বিষাদে বেঁধে নেই মন।

দূরের দেবদারু শাখায় দেখি যত্ন গড়া বাবুই পাখির বাসা – মনের ঘরে নীড়পাতায় সাজাই যে ঘর – সেখানে এখন অশ্রু গঙ্গা।

কতদিন দেখা হয় না আমাদের – শরৎ ফুরাতে চায় সময় – হেমন্তের ধানের শিষে বৌ পাখিদের গুঞ্জন,

এবার তবে একাকিত্বের জলাঞ্জলি হোক – বসন্তের না ফোটে- ফুটুক ফুল ভালোবাসার খরতাপে- কি ভাদ্রে – কি আশ্বিনে অথবা বারোমাসি ।

কতদিন দেখা হয় না বন্ধু তোমার সনে- তবে দেখা হোক ক্ষণ তরে।

Powered by themekiller.com