যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার
যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে শাহানারা বেগম (৫৫) নামে এক সাবেক মহিলা ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানী রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
নিহত শাহানারা বেগম শার্শা উপজেলার
উত্তর বুরুজ বাগান গ্রামের যুবলীগ নেতা মৃত আজিজুল ইসলামের স্ত্রী এবং ১০নং শার্শা সদর ইউনিয়ানের সাবেক মহিলা সদস্য।
প্রত্যক্ষদর্শী ধানক্ষেতের বর্গাচাষী আলতাফ হোসেন জানান, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে জমিতে পানি আছে কিনা দেখতে গেলে অজ্ঞাত এক মহিলাকে দেখতে পান। পরে ঝিকরগাছা থানার পুলিশকে খবর দেয়। পরে পাঁচটার দিকে ঘটনাস্থলে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
যশোরের নাভারণ সার্কেল সিনিয়র এএসপি জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, লাউজানী রেলক্রসিং সংলগ্ন ধানক্ষেত থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। #