Breaking News
Home / Breaking News / হাইমচরে উপজেলায় ভোক্তা অধিকারের কঠোর অভিযান

হাইমচরে উপজেলায় ভোক্তা অধিকারের কঠোর অভিযান

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুরের সর্বত্র নামে বেনামে গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক। এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অধিকাংশ সরকারী অনুমোদন নেই। এক শ্রেণীর কতিপর ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে শহর ছাড়া বিভিন্ন উপজেলায় ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক খুলে হাতিয়ে নিছে ব্যাপক অর্থ, তবে দেখার কেউ নেই বললেই চলে। গত কয়েক বছরে চাঁদপুর শহর ছাড়াও ৬টি জেলার ৮টি থানায় বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক। এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে প্রকৃত সেবার নামে প্রতারণা করা হচ্ছে। বিশেষ করে মফস্বল এলাকা গুলোতে ডায়াগনষ্টিক ও প্রাইভেক ক্লিনিক গুলোতে বিনা প্রয়োজনে কতক গুলো পরীক্ষা দিয়ে হাতিয়ে নিচ্ছে অনেক অর্থ। এমনকি পরীক্ষা গুলোর অধিকাংশ ভুল রির্পোট দিয়ে রোগিদের বিষন্নতায় ফেলছে, তবে বেশি গুরুতর হলে শহরের ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক গুলো কমিশনের ভিত্ততে রোগিকে পাঠিয়ে দেয়া হচ্ছে, এমন কিছু অভিযোগের সুবাধে ২০ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে হাইমচর থানার পুলিশ সদস্যদের সহায়তায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে রীমটাচ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫০০০/-,ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১২০০০/- এবং নিউ প্যানাশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৮,০০০/- সহ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৩৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Powered by themekiller.com