Breaking News
Home / Breaking News / সরকারের উন্নয়নে নারীদের শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে সর্বাঙ্গে সমধিকার পালনে কাজ করে যাচ্ছে”’ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

সরকারের উন্নয়নে নারীদের শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে সর্বাঙ্গে সমধিকার পালনে কাজ করে যাচ্ছে”’ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের বুরগী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ উপলক্ষে রবিবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং পর্ষদের সভাপতি মুহাম্মদ আল মাসুদ গাজী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নের অংশ হিসেবে আজ আপনাদের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সরকারের উন্নয়নে নারীদের শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে সর্বাঙ্গে সমধিকার পালনে কাজ করে যাচ্ছে। বর্তমানে অর্ধেকেরও বেশি নারী সমধিকারে প্রতিষ্ঠিত হয়ে ভূমিকা পালন করে যাচ্ছে। দেশকে আরো এগিয়ে নেয়ার লক্ষ্যে আওয়ামীলীগ সরকারের উপর সমর্থন রাখার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

সহকারী শিক্ষক ফারজানা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন, সাবেক যুব চেয়ারম্যান রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাববু আলম।

Powered by themekiller.com