নিপুন জাকারিয়া:—
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, কবি- সাহিত্যিক, আইনজীবি, দুঃসময়ের ত্যাগী কর্মি, তৃনমূল আওয়ামী লীগের আপনজন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার সকালে তিনি শাহান শাহ আউলিয়া, যার নামে পবিত্র ভুমি জেলা জামালপুর, হযরত শাহ জামাল (রঃ) পবিত্র মাজার শরীফে জিয়ারত করে মনোনয়ন পত্র দাখিল করেন।
মাজার জিয়ারত শেষে তিনি রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শ্রবস্তী রায়ের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় তার সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাতুল আলম মনি, জিএস মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আল আমিন চাঁন, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, জামালপুরের পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলার চেয়ারম্যান আবুল হোসেনসহ প্রতিটি উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু,সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম মিয়া ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়।