Breaking News
Home / Breaking News / ভারতে পাচারের শিকার ৭ নারীকে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচারের শিকার ৭ নারীকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশী নারীকে ৩ বছর পর বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশী এসব নারীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা নারীদের আইনী সহয়তা দিতে ৪ জনকে জাস্টিস এন্ড কেয়ার ও ৩ জনকে রাইটস যশোর নামে ২ টি এনজিও সংস্থা গ্রহন করেছে।

যশোর জাস্টিজ এন্ড কেয়ারের সিনিয়র প্রগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভাল কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনী সহয়তা দিতে ভারতীয় রেছকিউ ফান্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয় । দীর্ঘ ৩ বছর পর দুই দেশের সরকারের সহযোগীতায় বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশী নারীরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে জানান এনজিও সংস্থার কর্মকর্তারা। #

Powered by themekiller.com