Breaking News
Home / Breaking News / দুঃখজয়ী কবি সানোয়ার হোসেন এর দুর্দান্ত কবিতা ” হিন্দু আর মুসলমান”

দুঃখজয়ী কবি সানোয়ার হোসেন এর দুর্দান্ত কবিতা ” হিন্দু আর মুসলমান”

হিন্দু আর মুসলমান
সানোয়ার হোসেন

একই গর্ভে জন্ম মোদের একই মায়ের দুগ্ধপান।
একই শূন্যে বাঁচি মোরা হিন্দু আর মুসলমান।।

হাতে হাত ছিলো শিশু কালে যেনো এক ডালের দুটি ফুল,
ভেদাভেদ ছিল না-তো বাল্য কালে, বিভেদ ছিল না মায়ের কুল।
মানুষ মানুষই, সৃষ্টি করেছেন একই আল্লাহ ভগবানে,
আজ কেনো বাঁধলো দ্বন্দ্ব ধর্মের বয়ানে?

হিন্দু মানে বেদ-পুরান, মুসলমানের আল কুরআন,
আমি ডাকি আল্লাহ আল্লাহ, তুমি ডাকো ভগবান।
মসজিদ হয় আল্লাহর ঘর, মন্দির হলো ভগবানের-
দুইয়ে মিলে একই স্রষ্টা, যিনি থাকেন সাত আসমানে,
তার কাছে ইবাদত করি, করি উপাসনা
তিনিই জানেন ভালো আর মন্দ, আমরা কেহই জানিনা।

রক্ত বলে একই কথা, ভেদাভেদ নেই তাতে–
কে হিন্দু কে মুসলমান।
তোমার আমার দ্বন্দ্ব বৃথাই রে ভাই, শুধুই যে বেমানান।।

Powered by themekiller.com