Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

স্বরচিত
কবিতা -দিবা রাত্রির প্রেম
লিখনে -প্রিয় ভট্টাচার্য্য
তারিখ -5/9/2022
রাত্রি –
*****
তোর উদয়নে পক্ষীকুল কলতানে ব্যস্ত “ওঠোসব হয়েছেভোর”কর্তাগম্ভীরস্বরে,-
চোখ মুখ ধোওয়া প্রক্ষালনে সবাই ত্রস্ত
সকলে সমীহ করে ,আবার শ্রদ্ধাও ডরে।

সেই জন্মলগ্ন থেকে ভালোবেসেছিতোরে
চুমায় চুমায় তোরে,মুখ পোড়াবো আমি ,
যৌবন দহন কভু সইতে পারি নারে
সারা রাত দগ্ধে মরি ,জানেন অন্তর্যামী ।
সূর্য —
*****
কি করব বল, আমাদের সময় ভিন্ন
তুই গেলে আমি আসি এই মর্ত্য পরে, আমি অস্ত গেলে, তুই আসিস, মনক্ষুন্ন
এ জগতের নিয়ম অলঙ্ঘনীয় ওরে ।
রাত্রি —
*****
সর্বদাতোরে নিয়ে ভাবনা,আর কেহ নেই
স্বপনে দেখি বাঁধিয়াছি তোরে পা
বাহুডোরে,
বসন ভিজিয়া যায় শুধু লজ্জা স্বপনেই
কাঁপে সর্বদেহ কবে পাইবো আপন করে।
সূর্য —
*****
নাই, পথ নাই নিয়ম বন্ধনে তুই আমি
কোথাও আমি দিবস তুমি শোষিতেছো
রাত্রি ,
আমরা দু জনা দুই প্রান্তে ,হাসে অন্তর্যামী
আবার কোথাও তুমি ,আমি অন্যত্র অভিযাত্রী ।

কোনদিন তাদের মিলন হবেনা সফল
শুধু কেঁদেকেঁদেই হবেসারা, প্রেমবিফল।

——————————————–

কিছু মানুষের মনের ভিতর একটা গোপন পাখা থাকে। কখনো কখনো একান্ত একা সময়ে সেই পাখা ডানা মেলে। অতীত সাগরে পাড়ি দিতে চায়। দেয়ও। সেই সাগরের ওপরে ঘুমিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতির গুলো জোড়া লাগিয়ে। তার মাঝেই নিজেকে খুঁজে পেতে ভীষণ মন চায়। এমন কিছু মানুষ মানুষের মনের মাঝে থাকে। তারা সব সময় মনের ভিতরের জানালায় উকি দেয়না। হঠাৎ কোন মন খারাপের সময় অথবা অলস দুপুরের নির্জনতায় সে তখন জানালায় নয়। একেবারে দুয়ার খুলে সামনে আসে। আমাকে ও নিয়ে যায় কিশোরী বেলায়। আজ এই অলস দুপুরে আমার হারিয়ে যাওয়া বান্ধবী ফাতেমাকে নিয়ে কিছু না ভুলা কথা। বন্ধুত্বটাই হলো নিজেকে উজার করে তাকে সব কথার ভাগ দেওয়া।
—————-

তুমি কী কেবলই ছবি
———–

সেইসময় বার্ষিক পরীক্ষার পর ময়মময়মনসিংহ থেকে চিটাগং আসার আনন্দই ছিলো আলাদা। এক মাসের ও কম সময়। কিভাবে যে কেটে যেতো। বান্ধবী ফাতেমা, ডলি এরা দুজন আমার খুব কাছের ছিলো। আমাদের পুরানো বাড়ির পুকুর পাড়টা ছিলো গাছে ভরা নির্জন। কাছেই অন্য পুকুরটায় খাবার পানির জন্য ছিলো বরাদ্দ। ফাতেমার সাথে আমিও যেতাম ঠিক দুপুরে মাটির কলসি নিয়ে পুকুর ঘাটে। পানি আনাটা ছিলো বাহানা। গল্পেই কেটে যেতো কতোটা সময়। তেমনি কিছু ঘটনার শব্দে বন্ধী আমি। বড়রা সবাই বিশ্রামে। অনেকটা নিরব দুপুরে ফাতেমাদের রান্নাঘরে কাঁচা আম কুড়িয়ে তাতে খুব করে চিনি, লবন, মরিচ মিশিয়ে। এক দৌড়ে আমাদের পুকুর পাড়ের আম গাছের নিচে। সেখানে বসেই ঠিক হয়ে যেতো পরের দিন আমরা কোন জংগলে যাবো। এটা এই জন্যে যে। সেই সময় রান্না হতো মাটির উনুনে জ্বালিয়ে। আমার উৎসাহ ও কম নয়। সকালে খাওয়ার পর্ব শেষ হলেই। আমাদের সাহায্যকারী হাজেরাকে বলতাম।

বুবু ঝুড়িটা দাও। তোমার জন্যে শুকনো পাতা কুড়িয়ে আনি।

আমাদের রাস্তার ওপরে ভিতরের দিকটা ছিলো গভীর বন। সূর্যের আলোতে ও আনেকটা অন্ধকার। এতদূর হেটে ক্লান্ত আমরা বসে যেতাম বিশাল বিশাল গাছের ছায়ায়। এরপর আমাদের গল্প বলা থামায় কে। সেই সময়ের পুঁথি গত গল্প। রাজা, রানী, বেহঙমা, বেহঙ্মী। রাজপুত্র, রাজকন্যা তো আছেই। তন্ময় হয়ে আমি শুনি সেইসব রূপকথা। শুকনো পাতার ঝুড়ির কথা মনেই নেই। অনেক অনেক গাছ। মাথার উপর পাখির কিচিরমিচির শব্দ। জন শূন্যহীন বনে শুধুই আমরা দুই কিশোরী। মধ্যে দুপুরে শুকনো পাতার ঝুড়ি নিয়ে বাড়িতে হাজির হতেই দেখি। রান্নাটা আমাদের অপেক্ষায় আর নেই।

——————————————–

ভাগ্যের ভাতশালা অথবা কালের আন্ধার/মুকুল ম্রিয়মাণ

কতক ঝটকা শব্দ দোলা পাকিয়ে সোয়ামি নয়ন চাঁদরে হয়বত শেখের কইন্যা পূর্ণিমা কয়-
আর কতো আন্ধারের আনাগোনা হবে এই ভাগ্যের ভাতশালায়?
সিথানে আন্ধার,পৈথানে আন্ধার,চারিদিকে আন্ধারের থান;
আর কতোকাল ‘ভাত ও ভাতারের’ গল্প শুনাইবা আমারে,পিরিতির চান?
জানেন কাকীমা-আমার বান্ধবী ধনঞ্জয় দাসের পোয়াতি বেটি কাকলি- আফসোসে মরে,
কেনো নিজের পায়ে খাড়াইলোনা!
কেনো অকালে সিঁথিতে মাখিলো বিয়ের সিঁন্দুর!
পিরিতির ফাঁস ফেইলে ছোঁ মেরে নিলো,এখন ‘গোমর ফাঁস’
সে এহোন পরাণদহের নিলীমার লগে তাংফাং করে,ম্যাসেঞ্জারে চ্যাটিংয়ে মিলায়,ওর সংসারজুড়ে রাতের ঝিঁঝি ডাক!
ওর জেঠিমা বিশাখাও কইছিলো,শুনে রাখ কাকলি-একালের পিরিত ভালানা,ফাঁক পাইলে পরতে পরতে আন্ধার ঢুকি যায়।
জীবন যৈবোন সব ফালা ফালা করে ফেলায়।

——————————————–

জীবনের সেরা শিক্ষক কে, আজ শিক্ষক দিবসে শ্রদ্ধাঞ্জলি।
শিরোনাম __,মা
কলমে __কাকলী
তারিখ __০৫/০৯/২২

গর্ভের অন্ধকার ভেদ করে প্রথম আলো তো তুমি দেখিয়ে ছিলে,মা,
বই এর পাতায় বর্ণ পরিচয় ই শুধু নয়, তোমার অবদান সারা জীবন ধরে,
বিশ্বব্রহ্মাণ্ডের সত্যি মিথ্যার খেলায় যখন বিপর্যস্ত মন,
তুমিতো শেখাও মা গো সত্যের পথ করতে অবলম্বন,
সম্পর্কের টানাপোড়েনে বিভীষিকা যখন এই জীবন,
তুমিতো শেখালে ত্যাগের আর এক নাম জীবন,
চাওয়া পাওয়ার দ্বন্দ্বে বড়ো অসহায় এই মন,
তুমিই তো বললে স্বার্থত্যাগের মধ্যেই আসে প্রাপ্তি চরম,
অনিশ্চিত জীবন ঝড় ওঠে প্রতি মুহূর্তে,
বলে যাও তুমি, ধৈর্য রাখতে, শান্ত থাকতে,
জীবনের প্রতি পদে এতো শিক্ষা যার, সেই শিক্ষা গুরু প্রণাম আমার।

——————————————–

*বেখেয়ালি মন*
শামীমা খালিদ শাম্মী
৫/৯/২২ ইনং

জীবনটা হলো নাটকের পটভূমি
মনটা বড্ড বেশি বেখেয়ালি,
অনুভুতির মায়া খেলায় জড়িয়ে
অগোছালো ভাবনায়,রঙ্গিন স্মৃতিতে
মাতামাতি হয় রোজ ভাগ্যের খেলায়,
দ্বিধাহীন চিত্তে আজিকার সাঁজে
সঞ্চিত সুখ দুঃখে, প্রেম বিরহের পরশে।
রক্ত করবীর সজ্জিত স্বপ্ন চারিনী
জীবনাকাশের জলছবিতে স্বপ্ন বাসর,
অশ্রু ধারায় কখনো সব ধুসর বর্ণহীন,
মৃদ বাতাসের রন্ধ্রে অনাবিল আস্বাদনে
উপমার অলংকার সুর ছন্দ নিত্যানন্দ
ইচ্ছের বিজন ঘরে কল্পনার জগতে
ফিরে ফিরে আসি তবু্ও বেখেয়ালি মনে।
মনের ক্যানভাসে আঁকা রূপে স্তম্ভিত
নিজেকে হারাই ইচ্ছের রঙ্গিন কাব্যে,
চুপিচুপি ছুয়ে যায় খেয়ালি বাতাস,
নীলাদ্রি নিশিতে অবাধ বসন্তের আনাগোনা
পাগলামি ভরা ভালোবাসা বাসি,
এক চিলতে বারান্দায় গোধুলির খেলা,
উঞ্চতার নীলাভ চাদরে কত স্বপ্ন আঁকা।
আত্মকৃত, অব্যক্ত মনের বাতায়নে
অভিমানের মেঘ জুড়ে সাদা পায়রার জুটি,
কুহেলিকার রিক্ততার মাঝে নিস্পৃহ মন
বেখেয়ালে ছুটে যায় সবুজের প্রান্তরে
একফালি মিষ্টি রোদেলা হাসির আগমণে,
অদ্রি বেয়ে পুষ্পভুমি,ঝর্ণার কলোধ্বনি
ভাঙ্গা চোরা টুকরো গল্প,নির্মল সুবাতাস
মনের আঙ্গিনায় ভোরের স্পর্শিত বাদল বেখেয়ালি মন চমকিত বাতায়নে
যেথায় ইচ্ছে সেথায় হারিয়ে যায়।

——————————————–

প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে
••• মির মহঃ ফিরোজ
[ ০৫-০৯-২০২২ ]

আমার প্রিয় ছাত্রছাত্রী গণ,
তোমরা এই পৃথিবীর বুকে অনেক দামি।
তোমরাই আগামী দিনের দেশের চালিকা শক্তি।
তোমরা তোমাদের মননে,মেধায় দাও শান —
তোমরা সৎ, মানবিক,কর্মোদ্যোগী,ন্যায়নিষ্ঠাশীল হও,
তোমাদের হাতেই উঠবে গড়ে ;
আগামীতে এক নির্মল উন্নত বিশ্ব।
আজ, শিক্ষক দিবসে তোমাদের শ্রদ্ধা,ভক্তি, ভালোবাসায় —
আমি মুগ্ধ ;
তোমাদের জন্য রইলো আমার —
বুকভরা ভালোবাসা ও দোওয়া।
তোমরা বড় হও ; হও আগামী দিনের পথপ্রদর্শক।
____________________________________________
[[ মি.ম.ফিরোজ ][ ১৯-শে ভাদ্র,১৪২৯][ সোমবার ]]

Powered by themekiller.com