Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

কবিতা-:অন্তিমলগ্ন
কলমে-:মমতা শঙ্কর সিনহা(পালধী)
তারিখ-:০৯/০৮/২০২২

আছে দুঃখ,আছে মৃত্যু,বিরহদহন লাগে।
তুবও শান্তি,তবু আনন্দ,তবু অনন্ত জাগে।
কবি গুরুর কবিতার এই অসামান্য লাইনগুলি যেন প্রতি মুহূর্তে নিরবে নিভৃতে কতশত শাশ্বত বাস্তব সত্য কথা বলে যায়।
আমি আমরা সকলেই জানি জীবনের অন্তিমলগ্নে মৃত্যুকে বরণ করে নিতে হয়—
তবুও—-তবুও আমরা আমার আমার করে মরি সারক্ষণ।
এ ধরাধামে এসেছি একা যেতে হবে একা—-
সঙ্গী হবে সাদা কাপড় একখানি।
তবুও আমার আমার করে সারাটা জীবন কেঁদে যাই।
কেনো করি এত হিংসা???
কেনো করি প্রিয়জনেরে তুচ্ছ তাচ্ছিল্য অপমান???
মানাতে পারি না!!মানতে পারি না!!
বুঝতে পারি না তার মান-অভিমান। ।
যার সাথে–যাদের সাথে ছেলেবেলায় খেলার ছলে বেঁধেছিলাম খেলাঘর—তারাই যৌবনে হলো চোক্ষুশূল হঠোকারীর দল।
আমিও হয়তো কোনো এক সময় করেছি তাদের সাথে প্রতারণা,প্রবঞ্চনা—তাই ঘটে গেলো এই অনঅভিপ্রেত ফল।
জীবনের অন্তিমলগ্নে যখন মৃত্যু এসে দাঁড়ালো মোর শিয়রে—বললেম—মৃত্যু একটু সময় কি আমায় দিতে পারো ভিক্ষা তুমি????
শেষবারের মত ক্ষমা চাওয়ার আছে আমার ঐ প্রিয়জনেদের তরে।।।
জীবনসঙ্গীকে বললেম আমি তুমি ভালো থেকো—ভালোরেখো মোর প্রিয় সন্তান–সন্ততিকে,
আর আর প্রিয়জনদের বললেম করেছি যত কিছু দোষ তোমাদের সাথে—-নিজ গুনে ক্ষমা করো বিদায়লগ্নে এই টুকই মাগি তোমাদের কাছে।
পরপারে চললেম আমি—দিয়ে তোমাদের সকলেরে ফাঁকি—-
ভালো থেকো ভালো থেকো—-তোমরা সবাই ঈশ্বরের কাছে এ আশীষ মাগি।

——————————————–
লেখালেখি
–অগ্নিশ্বর রায়
১১-০৮-২২

চিরচেনা পথের বাঁকে রেখে এসেছি-
অধরা স্মৃতি,রূপসির দেওয়া ব্যথা
আর শুষ্ক কিছু প্রেম।
তারপর থেকেই কেমন যেন
একলা বোধ হয় খুব।

কতো নদী
কতো নারী
কতো মেঘ নিয়ে গদ্য-পদ্য লেখি।
কোনো নদী তার স্বচ্ছ জলে স্নাত হতে
দিলো আর কই?
কোনো নারী ওড়নার নিচে লুকোচুরি-
খেলা-খেলতে দিলো আর কই?
কোনো মেঘ বৃষ্টির ফোঁটা হয়ে পড়লো আর কই?এই মরুভূমির উপর।
কখনো নয়ন,কখনো অগ্নিশ্বর
দিব্যি চলে যাচ্ছে কৃত্রিম জীবন।
প্রতিদিন জানি না,কোথা থেকে ধরে আনি-
পাতানো প্রেয়সী,তারপর তাকে-ই
কবিতার সাবিত্রী বানিয়ে পদ্য লেখি।
এভাবেই চলছে-
খুদে লেখকের লেখালেখি।

——————————————–
শিরোনামঃ- রাখীবন্ধন
কলমেঃ- বরুণ কুমার দে
তাংঃ- ১১/০৮/২০২২

আদরের বোন কে আমি
সোনা বলে ডাকি।
বোনের স্নেহের হাত দিয়ে
পরবো আজ রাখী।।
উজ্জ্বল হোক তারার মতো
তোর সারাজীবন।
বোনরে তোর ভালোবাসায়
ধন্য আমার জীবন।।
রাখীবন্ধন নয় রে শুধু
সাত রঙের সমাহার,
রাখীর এই বন্ধন শুধু
পাশে থাকার অঙ্গীকার।।
ভাই বোনের দৃঢ় বন্ধন
জড়ায় রাখীর সাথে।
বোনটি আমার থাকুক সদা
আনন্দে দুধে-ভাতে।।

——————————————–
জীবন বৃত্তান্ত
Golam mowla Sikder
তারিখ ঃ ১০/৮/২০২২।
কত লোক এলো গেলো,কত হাসলাম কত কাঁদলাম, ক্ষণিক জীবনে সুখ দুঃখ সবই পেলাম। সময় ঘনিয়ে এসেছে পড়ন্ত হাওয়া শরীরে লেগেছে।ভাবছি আমি করছি হিসাব যোগ বিয়োগ গুন ভাগ,দেখছি খাতার ফলাফল শুধুই গোলমাল। ভুলে ভরা অংক গুলো পড়ে আছে এলোমেলো। শুধরাবার সময় শেষ,ভুগছি ক্লান্তিতে অশেষ।
সময় থাকতে তোমরা, কর্ম করো সুচিন্তা দ্বারা। যখন সময় হবে শেষ তখনও তৃপ্তি পাবে অশেষ।

——————————————-
ঠোঁটকাটা// দীপক চক্রবর্তী।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

আমি বড় ঠোঁট কাটা,করিনা পরোয়া,
নাচতে নেমে ঘোমটা টানার লাজুকতা !
লোকে বলে,আমার জীবের ধার বড়—
টেনে বের করি মূখোসঢাকা মনের কথা।

মাথায় বিবেকানন্দ আর মুখে রবীন্দ্রনাথ,
কাজে অষ্টরম্ভা তবু সবজান্তা হীরকরাজা–
মনের পশু শ্বেতকাপড়ে ঢেকে সাজো সাধু,
বসাও বিচারসভা,তোমায় বেশ চিনি চাঁদু!

ইমান বিক্রি করে কারো কথা রাখতে শিখিনি,
কিংবা স্পষ্ট কথা বলতে কভু কার্পণ্য দেখায়নি।
তাই ক্ষমতাবানের মন ভূলানো মিষ্টিকথার ঝুরি
বন্ধ করার দৃঢ় আবেদনে কভু মাথা নিচু করিনি।

দেখি যখন মিথ্যা কথার জাগলারী আর—
বহুরূপীর ছদ্মবেশে ব্যস্ত তুমি করতে সর্বনাশ,
ভুলে সৌজন্যতা,টেনে খুলি তোমার মুখোস—
করিনা ভয়,ভাবিনা তোমার ক্ষমতার বিন্যাস।

তপোবন/দূর্গাপুর

——————————————–
আমার কোন বন্ধু নেই
গোলাম মোস্তফা
১১/০৮/২০২২
**************
আমার কোন বন্ধু নেই
বন্ধু নেই জমানো কথা ব্যক্ত করার
জমানো ব্যথার উপশম কোন বন্ধু নেই।
বন্ধু নেই পাশে পাশে নিরবে হাটবার
নিরবে পাশে পাশে হাটবার
ডানহাত কিম্বা বাম হাতের আঙ্গুল ছুয়ে ছুয়ে
নিরবে শান্থনা দিতে।
এটুকু আশ্বাস পেতে
আমি আছি আমি আছি,
বরাবর কাছাকাছি
আমি আছি বুকের বাম অথবা ডানের পাশাপাশি,
পাশাপাশি বসে থাকার কোন বন্ধু নেই।
অবিরাম অন্তহীন বয়ে চলা সময়ে
ছিটকে পড়া নক্ষত্রের মত
মনে রাখার কোন বন্ধু নেই।

আমার কোন বন্ধু নেই
না কোন বটের মত মহীরুহ
না কোন গুল্ম ঝোপের মত
ক্ষণিক ছায়াদার বৃক্ষের মত
বন্ধু নেই।
বন্ধু নেই ক্ষণিক অবগাহনের মত
তৃপ্তিদায়ক সরোবরের মত
বন্ধু নেই।
বন্ধু নেই হঠাৎ ঝড়ে ভাসিয়ে নেবার মত
হঠাৎ জলোচ্ছ্বাসে শিকড়সমেত তুলে নেবার মত
ভাসিয়ে রাখা কিম্বা ডুবিয়ে দেবার মত
কোন বন্ধু নেই।

আমার কোন বন্ধু নেই
হায় আফসোস
আমার কোন বন্ধু নেই।

Powered by themekiller.com