Breaking News
Home / Breaking News / কবি ও আবৃতি শিল্পী সুপ্রিয়া সারাহ্ এর কবিতা ” অস্ফুট যাতনা “

কবি ও আবৃতি শিল্পী সুপ্রিয়া সারাহ্ এর কবিতা ” অস্ফুট যাতনা “

অস্ফুট যাতনা
———————- সুপ্রিয়া সারাহ্

টিক…টিক…টিক…টিক…..
ঘড়ির কাঁটা চলছে তার আপন গতিতে,
টিক….টিক…টিক…টিক…..
ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলছে আমার হৃদপিণ্ড, চঞ্চল ধমনী বড় বেশি অশান্ত, সহস্র রক্ত কণিকায় বিধ্বংসী আহ্বান। হ্যাঁ, শরীরও কথা বলে,আর আজ আমি বুঝতে পারছি সেই অব্যক্ত ভাষার মানে। পলে পলে অনুভব করছি কাল কেউটের দংশিত বিষের তীব্র জ্বালা।
আমার নিস্প্রভ দেহ আর অবুঝ মন দুয়ে মিলে বিদ্রোহ ঘোষণা করেছে, আমার মনের আঙিনায় গড়ে তোলা স্বপ্নের কাঁচ মহলকে দলিত মথিত করে গর্জে উঠেছে — “আর নয় মিছে স্বপ্ন, নয় আর মিছে আশার জাল বোনা…এবার…
“বাঁচার মত বাঁচতে চাই” আমাদের ন্যায্য প্রাপ্তি চাই”… তাদের এই উন্মত্ত শ্লোগানে আমি ভীত বিহ্বল।
তাদের প্রশ্নের কোনো জবাব নেই আজ আমার কাছে।
কত বাহানা কত ছলচাতুরী দিয়ে
শতাব্দী ভর মিইয়ে রেখেছি আপন স্বত্ত্বাকে,
নিশ্চুপে নির্দিধায় মেনে নিয়েছে সব।
আজ তাদের প্রশ্নের পালা আর আমার জবাবদিহির।
যা কিছু অপ্রকাশ্য যা কিছু কখনও বলতে পারিনি, ডায়েরির পাতায় করেছি বন্দী, একটা পর্যায়ে মানুষ কতটা অসহায়…….
নিজের একান্ত আকাঙ্ক্ষা প্রকাশ করতে মরিয়া হয়ে ওঠে, অথচ সে অন্ততঃ এই কথাটিও বলতে পারেনা…
“তোমাকে ভীষণ ভাবে মিস্ করছি”……!

হ্যাঁ… তোমাকে ভীষণ ভাবে মিস্ করছি….!!!

Powered by themekiller.com