Breaking News
Home / Breaking News / সারা দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

সারা দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

ষ্টাফ রির্পোটারঃ
জ্বালানি তেলের দাম বৃদ্ধি পরিপ্রেক্ষিতে নাটোর ও চাঁদপুর ডিপো গুলোতে তেলবাহী মটর সাইকেল আরোহীরা হুমড়ি খেয়ে পড়েছে। ৫ আগষ্ট নাটোর ও চাঁদপুর জেলার প্রত্যেকটি জ্বালানী তেলের ডিপো গুলিতে মধ্যরাতে শত শত মটর সাইকেল আরোহীরা ভীড় করতে শুরু করে। সরকার নির্ধারিত মুল্য বাড়ানোর আগেই মটর সাইকেল আরোহীরা জ্বালানী তেলের ডিপো গুলিতে অকটেন ও পেট্রোল ক্রয় করার জন্য ভীড় জমায়। সুত্রে জানা যায়, সরকারীভাবে দেশে ৫ আগষ্ট মধ্যরাতে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়। প্রতি লিটার তেলে ৩০/৩৫ টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানা যায়। কিন্তু হঠাৎ করে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। নাটোর ও চাঁদপুর প্রতিনিধি জানায়, ৫ আগষ্ট রাত পৌনে ১২টায় স্থানীয় শতাধিক জ্বালানী তেলের ডিপো গুলোতে তেলবাহী মটর সাইকেল গুলোর আরোহীরা সাবেক মুল্যে তেল ক্রয় করার জন্য ডিপো গুলোতে হঠাৎ ভীড় করে। গভীর রাত পর্যন্ত ডিপো গুলো থেকে তেল ক্রয় করতে দেখা গেছে। তবে কিছু জ্বালানী তেলের ডিপো গুলোতে তেল সংকট রয়েছে বলে অভিযোগ রয়েছে। সরকারীভাবে ঘোষণার অপেক্ষায় ডিপো গুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দেয়। সুত্রে আরো জানা যায়, জ্বালানী তেলের বৃদ্ধিতে যানবাহনের ভাড়া বৃদ্ধি করার সম্ভাবণা রয়েছে।

Powered by themekiller.com