Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট এম. আর হারুন এর কবিতা ” যদি দম ফুরিয়ে যায়”

কবি ও কলামিস্ট এম. আর হারুন এর কবিতা ” যদি দম ফুরিয়ে যায়”

কবিতাঃ “যদি দম ফুরিয়ে যায়”
কলমেঃ ” এম. আর হারুন
০১/০৭/২০২২
——————————————-
যদি দম ফুরিয়ে যায় কোনো এক সময়
বন্ধ হয়ে যাবে কবিতা লেখা, ফেসবুক
চলন্ত ট্রেন কিংবা যান্ত্রিক ভাবণা গুলো,
আবৃতি হবেনা রিটন মোস্তফা আর শুভা লাহিড়ীর,
মিতু বলবেনা, সত্যিই অসাধারণ লেখা ভাইয়া,
সোনালী বলবেনা উফ হৃদয়ের ভিতর দাগ কাটে
আপনার জ্ঞান ধ্যানে লেখা কবিতা।

যদি দম ফুরিয়ে যায় কোনো একদিন
রিটন মোস্তফা কমেন্ট করবে না
এটাই সেরা ভাই আমার,
অনমিত্র বিদ্ধ করবেনা তীঁর সিম্বল,
শ্যামল বাবু বলবেনা অসাধারণ অনুভুতি,
ঝুটন বলবেনা কাব্যিকতায় ভরপুর,
রবিউল বলবেনা আপনার লেখায় প্রান আছে।

যদি দম ফুরিয়ে যায় অকারনে কারনে
আমার লেখা কবিতা ভেসে ওঠবেনা
শব্দনগর ইউটিউব কিংবা রিটন ভিশনে,
শুভা লাহিড়ী অডিও করে পাঠাবে না
এম. আর হারুন নামের ইনবক্সে,
অডিও নিয়ে দ্বারস্থ হতে হবেনা রিটনের কাছে।

যদি ফুরিয়ে যায় বিধাতার ডাকে হয় মৃত্যু
শব্দনগরের বার্তা সম্পাদক পদ থাকবেনা
বাংলারমুখনিউজের প্রকাশক থাকবেনা
পট পরিবর্তন হবে নিয়মানুসারে,
মাঝ রাতে রিটন বলবেনা ঘুমিয়ে যান
গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শ্যামল বাবু বলবেনা
আজ আমি গেলাম, চোখ ব্যাথা করছে।

যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই অচিরেই
শব্দনগরের ইউটিউবে ভেসে থাকবে আমার
হৃদায়াম্ভরের লেখা এবং রিটনের মধুর আবৃতিতে,
পুরনো কমেন্টবক্সে সন্ধানীমুলক মন্তব্য জেগে থাকবে,
হয়তো আমাকে তাদের মনে পড়বে এক ঝলক,
আমিও কবিতার মাঝে বেঁচে থাকতে চাই,
শত সহস্র কবিদের মাঝে, যেনো হারিয়ে না যাই
বাস্তবতার লেখা গুলো মানুষের মাঝে ছড়িয়ে থাকুক
মনের জানালা খোলা চাঁপা ফুলের গন্ধে।

যদি আমি কবরে শায়িত হই, নির্জন একাকার
মাঝে মাঝে দোয়া দরুদ পড়বে আত্মীয়রা
কিন্তু কতদিনই বা মনের কোঠায় রাখবে,
যা ছিলো জ্ঞানের সম্বল সবটুকুই দিয়েছি
দুনিয়ার ভালোবাসার মানুষের কাছে,
বাকিটুকুও নিয়ে গেলো প্রেম বিলাসী রোদ্রস্নান,
এ দায়ভার কার ছিলো বলতে পারো
আমার ভাগ্যলিপির নাকি বিষন্নতার।

Powered by themekiller.com