Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতু গুরুতর অসুস্থ, দোয়া কামনা

কবি সারমিন জাহান মিতু গুরুতর অসুস্থ, দোয়া কামনা

ষ্টাফ রিপোর্টারঃ
দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগর ও দৈনিক এখনতখন সাহিত্য পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং বিশিষ্ট কবি সারমিন জাহান মিতু গুরুতর অসুস্থ হয়ে নাটোর নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছে। সুত্রে জানা যায়, ভান্ডারিয়া জেলার স্কুল শিক্ষিকা ও নাটোর সদর উপজেলার বিশিষ্ট কবি ও কলামিস্ট দৈনিক শব্দনগরের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন রিটন এর সহধর্মিনী সারমিন জাহান মিতু। তিনি ভান্ডারিয়া থেকে গত কয়েকদিন পুর্বে নিজ বাসায় আসেন। এরই মধ্যে কবি সারমিন জাহান মিতু অসুস্থ হয়ে পড়লে নাটোর সদর উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হয়। তার শরীরে প্রচুর জ্বর ধরা পড়ে। এরপর থেকে বিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। অদ্য ২৭ জুন বিশিষ্ট কবি সারমিন জাহান মিতুর স্বামী আব্দুল্লাহ আল মামুন জানান,পুর্বের চেয়ে অনেকটাই উন্নতির দিকে,ভয়ের কোনো আশংকা নেই। বিশিষ্ট কবি সারমিন জাহান মিতু’র রোগমুক্তির জন্য দৈনিক শব্দনগর ও দৈনিক এখনতখন সাহিত্য পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল আমিন রিটন সকল কবি পাঠক ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা করেন। আল্লাহর অশেষ রহমতে কবি সারমিন জাহান মিতু সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলেই আশাবাদ ব্যাক্ত করেন। এ দিকে চাঁদপুর থেকে প্রকাশিত আলোচিত বাংলারমুখনিউজ২৪.কম এর প্রকাশক ও কবি এম.আর হারুন, সম্পাদক এন কে সুমন পাটোয়ারী বিশিষ্ট কবি সারমিন জাহান মিতুর রোগমুক্তি কামনা করেন। এমনকি সকল কবি সাহিত্যকদের প্রতি তাঁর জন্য দোয়ার দরখাস্ত করেন। কবি সারমিন জাহান মিতু ভান্ডারিয়ায় একটু প্রাইভেট বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

Powered by themekiller.com