Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গান…
এস কে বিশ্বাস

পদ্মা তীরে দাঁড়িয়ে দেখি
স্বপ্নের পদ্মা সেতু,
বানভাসি বন্যায় হাহাকার
তবু খুজোনা হেতু।
অনেক বাঁধা পেরিয়ে দিলো
নিজ অর্থেই সেতু।

বঙ্গের চেতনা ফিরালো মনে
কষ্টের দিলো নিবারণ,
বঙ্গবন্ধুর বঙ্গকন্যা আর জনগণের
জানাই হৃদয়ের সম্ভাষণ।
বঙ্গের জনগণ ভালোবেসে দিলো
স্বপ্নের পদ্মা সেতু।

দুঃখের বেড়া টাঙিয়ে বুকে
স্বপ্ন করি উৎযাপন,
তিন শিশু জন্ম নিয়েই দিলো
পদ্মা সেতুর নামকরণ।
পদ্মা নদীর জানাই প্রণাম
কল্যাণ করো ঋতু।

——————————————–
শিরোনাম::চলো বহুদূরে
কলমে ::স্বপ্না দাস
তারিখ ::24.06.2022

চলো বহুদূরে,
ঐ দূরে নীল সাগরের ধারে,
মিলব আমরা সেখানে,
নীল সাগরের কিনারে।

চলো বহুদূরে,
ঐ দূরে পর্বতের কিনারে,
বসত গড়ব দুজনে,
পার্বত্য অঞ্চলের ধারে।

চলো বহুদূরে,
ঐ দূরে ঝর্ণার কিনারে,
স্নান করব দুজনাতে,
ঝর্ণার জলের ধারে।

চলো বহুদূরে,
আরো বহুদূরে,
যেদিকে দু নয়ন যাবে,
কেউ চিনবে না আমাদের।

চলো বহুদূরে,
অচেনা এক পৃথিবীর বুকে,
ভালোবাসবো মন ভরে সেখানে,
বসত গড়ব দুজনাতে।।

——————————————–
আগমনী
এম.মুনির
————-
এই নে আমার এক হাত
আমি তপ্তরোদের রাবড়িতে হাতায় একে
দিলাম সভ্যতার চাবিকাঠি
আদরে রাখিস
দেখবি অসুরের বেদি ভেঙে বিলীন হবে
যত স্বৈরাচারী!
যত্ন করে রাখিস
আঙ্গুলে আঁকানো পাহাড়ের উর্ধ্বশির
খসে না যায়;
হাতের তালুতে দিলাম ডুবিয়ে ভেদাভেদ!
যত্নে রাখিস
তবে বাঁচবি তুই বাঁচবে তোর সন্তান
বাঁচবে মান!

ছিনিয়ে নিলাম
গ্রীষ্মের দাহে চোরাবালুর গাভীন চারা
বাম হাতে ঝুলিয়ে নিলাম
ডান হাতের মিঠা মরিচীকা
রেখে গেলাম অসুরের রাজ্যে পঁচা ভাদ্দর।

ভাঙতে চাস?
টিকটিকিদের তাসের ঘর
বুনো ওল হয়েছে দামি
বাঘা তেঁতুলের জাত খেয়ে
আবার আসব দেখিস
তোর জাগা স্বপ্নের সুর হয়ে
তুই একবার দম ছেড়ে ডাকিস!

থাক তুই
আমি আসব আবার ধুমকেতু হয়ে
সব ক্লান্ত মাড়িয়ে বাধাহীন ভাবে
সব তন্ত্র-মন্ত্র নিয়ে যুগের কালসিটে রঙ মুছতে!

——————————————–
বিভাগঃ-ত্রিবেণী কাব্য
শিরোনামঃ-নিঃখোঁজ সংবাদ
কলমেঃ-অজিত কুমার সিংহ
তারিখঃ-২৪/৬/২২ ইং।

উজান থেকে পাহাড়ী বান এসেছে।
ঘরবাড়ি ডুবেছে।বন্যায় একজন
শিশু ভাসিয়ে নিয়েছে।

——————————————–
মন পবন
সালামুজ্জামান

চলমান স্রোতকে প্রতিবন্ধকতা
সৃষ্টি করলে,
সে ফুলেফেঁপে ফুঁসে উঠে তান্ডব
চালিয়ে
প্রবল প্লাবনে পরিণত হয়!
তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপ
করা দুঃসাধ্য।

ঠিক তেমনিভাবে যদি
মানুষের মনের বিরুদ্ধে ধর্ম-কর্ম
বা অপ্রত্যাশিত কোনো বিষয় বস্তু
রটনা-ঘটনা অথবা দায়ভার চাপিয়ে
দেয়া হয় তাহলে,
অবশ্যই তাঁর পরিণতি চরম ভয়াবহ
হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

আমরা,
আলো-আঁধার ছায়া-প্রতিবিম্ব
আসমান-জমিন পাহাড়-পর্বত সাগর-
নদী কতকিছুইত দেখতে পাই;
কিন্তু শুধু দেখতে পাই না বাতাস!
মানুষের মনটা হলো আমার দৃষ্টিকোণে
বাতাস…!

রাত ৮টা ৪৬ মিনিট ঢাকা,বাংলাদেশ-
২৪/০৬/২২

——————————————–

আমার জন্মভূমি
তরিকুল ইসলাম

সোনার দেশের সোনার মাটি-
ফসল ভরা জমি,
সোনার চেয়েও খাটি এদেশ-
আমার জন্মভূমি।

সবুজে ঘেরা চোখ জুড়ানো-
হিরার চেয়েও দামী,
জীবনের চেয়ে বড়ো এদেশ-
আমার জন্মভূমি।

শত পাখিদের কলকাকলী আর-
মাঝি ভাইয়ের গান শুনি,
ধন্য আমি পেয়ে এদেশ-
আমার জন্মভূমি।

মাঝি ভাই ছুটে পাল তুলে-
উজান ভাটির টানে,
রাখাল ছেলে বাজায় বাঁশি-
বসে নদীর বানে।

মাঠে মাঠে ফসলের ঢেউ-
কৃষকের মুখে হাসি,
সবার সেরা আমার দেশকে-
অনেক ভালোবাসি।

ঈশান কোণে মেঘ জমেছে-
বৃষ্টি করছে ধাওয়া,
সুজলা সুফলা সোনার এদেশ-
বইছে দক্ষিণা হাওয়া।

সবার প্রিয় আমার এদেশ-
আমরা সবাই মানি,
মিলেমিশে থাকি সকলে-
আমার জন্মভূমি।

এমন দেশটি পাবে না কোথাও-
খুঁজিলে জগৎ ভরি,
জীবনের চেয়েও দামী এদেশ-
আমার জন্মভূমি।

Powered by themekiller.com