Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন ‘রিটন’ এর কবিতা ■ সূর্যাস্তের চিত্র ■

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন ‘রিটন’ এর কবিতা ■ সূর্যাস্তের চিত্র ■

■ সূর্যাস্তের চিত্র ■
– আব্দুল্লাহ আল মামুন ‘রিটন’

সেই দিন কবে চলে গেছে
গোবিন্দ কাকার চানাচুর মুড়ি
বেশি ঝালে ভাজা বৌদির পিয়াজী
কখন সূর্য ঢলে পড়ে পিছনে
আঁধার জেগেছে ক্লান্তির চিঠি হাতে।

ছাপে ছাপে দেখি ক্লান্তির দাগ
ভাঁজ পড়েছে দিগন্তের সীমান্ত প্রাচীরে
মুক্ত পাখির ডানা পালকহীন রুগ্ন
আকাশের বুকে দেখি কালের হাহাকার
ঝাপসা চোখ তবু প্রকৃতির মায়া
পাতায় পাতায় খচিত বিদায়ের বিজ্ঞাপন।

আয়নায় বহুকাল পরে আমাকে দেখি
চামড়ার ভাঁজে উঁকি দেয় সেই কৈশোর
এলবামে জমে আছে ধূসর অতীত সুখ
ধুলো ঝেড়ে চমকে দেখি নিজেকে আমি
কবেই জ্বলে জ্বলে পুড়ে হয়েছি ছাই
প্রদীপের সলতে আমি, তেলটা কোথায়…?

Powered by themekiller.com