Breaking News
Home / Breaking News / কচুয়ায় গ্রামীন কাঁচা সড়ক পাকাকরনের দাবী

কচুয়ায় গ্রামীন কাঁচা সড়ক পাকাকরনের দাবী

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরী বাস ষ্ট্যান্ড থেকে গোহট দক্ষিন ইউনিয়নের ৩নং ওয়ার্ড হয়ে চাঁন মিয়া পন্ডিত বাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ও কান্দিরপাড় গ্রামের মধ্য দিয়ে চাপাতলী-ইসলামপুর যাতায়াতের প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা। এসব গ্রামের রাস্তা দিয়ে পালগিরী, পাড়াগাঁও ও রহিমানগর বাজার এলাকার প্রায় ১৫ হাজার লোক চলাচল করছে। বিশেষ করে এসব রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লীদের চলাচলে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাগুলো পাকাকরনের জন্য কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন স্থানীয় ভুক্তভোগী জনসাধারন।

Powered by themekiller.com