Breaking News
Home / Breaking News / কবি হুসাইন মেরাজ এর কবিতা “প্রাণের কবি নজরুল “

কবি হুসাইন মেরাজ এর কবিতা “প্রাণের কবি নজরুল “

প্রিয় কবি, প্রাণের কবি এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে আমার লেখা একটি কবিতা আমার ফেসবুক বন্ধ ও কবি বন্ধুদের উদ্দেশ্যে নিবেদন করছি।

প্রাণের কবি নজরুল
কলমে- হুসাইন মেরাজ
তারিখ- ২৫/০৫/২২

তুমি দিগ্বিজয়ী বীর হে নজরুল
সর্বত্র তোমার গুণগানে মশগুল,
তুমি মহা প্রলয়, তুমি ধুমকেতু
তুমি কবিতা, গান, বাংলা সাহিত্যের মূল।

তোমার অগ্নিবীণার সুর বড়ই সুমধুর,
বিষের বাঁশি, ব‍্যথার দান, দোলনচাঁপা
মম হৃদয়ে থাকবে গাঁথা,
স‍্যামা সংগীত, গজল
আজও আঁখিদ্বয় অশ্রু সজল।

হে প্রেমের কবি, প্রাণের কবি নজরুল,
আমি সদা তোমাতে মশগুল,
তোমার সংগীত প্রীতি, নজরুল গীতি,
বাঙালি হৃদয়ে জাগায় প্রীতি।

দুঃখু মিয়া থেকে বিদ্রোহী কবি
নিপীড়িত, শোষিত ও বঞ্চিতের প্রতিচ্ছবি,
তোমার শানিত বজ্রকন্ঠ, বিদ্রোহী হুংকার,
শাষক, শোষকের বেদী হয়েছিল চুরমার।

ধর্মীয় গোড়ামী রুখে দিয়ে
সৃষ্টি করেছো সাম‍্যবাদ,
প্রতিবাদ, সংগ্রাম করেছো,
তবুও ক্ষান্ত হওনি আমৃত্যু।

নজরুল তুমি ছিলে, আছো, থাকবে অম্লান,
বাঙালি জাতি স্মরণ করবে তোমায়,
গাইবে তোমার জয়গান,
সাম‍্যের কবি, প্রেমের কবি,
বিদ্রোহী কবি নজরুল
বিনম্র শ্রদ্ধা জানাই হে গানের পাখি বুলবুল।

©কবিস্বত্ব সংরক্ষিত®

Powered by themekiller.com