Breaking News
Home / জাতীয় / ~~বহ্নিশিখা নারী~~

~~বহ্নিশিখা নারী~~

~~বহ্নিশিখা নারী~~
কলমে~আল-আমিন খাঁন

এই যে তোমার কোমল শরীরে ,
আঘাত চিহ্ন এত!
এই যে তোমার ডাগর চোখে ,
কাজল মাখা ক্ষত !

এই যে তোমার নরম বুকে ,
বিষাদ চিহ্ন আঁকা ,
এইতো হাতের শিরায় শিরায় ,
আগুন দেয়া শিখা।

তবুও নারী ,
ঠোঁটে ঝুলিয়েছ হাসি ।
চোখে বুলিয়েছ স্বপ্ন ।
কে বলবে তুমি দাসী?

ব্যথায় ছিন্নভিন্ন।
এই যে তোমার গা পুড়ে যায় জ্বরে,
অনেক সময় অশ্রু মুছ আঁচলে।
অনেক সময় তোমার কেউ নেই,
শুধু প্রয়োজনে তোমাকেই চাই।
অসুখ হলে কেউ বাড়ায়নি সেবার হাত,
শুধু রান্না খারাপ হলে পিঠে চলে আঘাত।

তবুও নারী,
অসুখকে পরাজিত করে
হয়েছ দুর্জয়া!
আঘাতে হওনি কাবু,
হয়েছ বহ্নিশিখা!

Powered by themekiller.com