Breaking News
Home / বিচিত্র খবর / কবিতার শব্দগুলো

কবিতার শব্দগুলো

কবিতার শব্দগুলো
-মো.হুমায়ুন কবির

আমার কবিতার শব্দগুলো
কখনো কাশবনে পরী হয়ে
ডানা মেলে খেলা করে
কখনো ফল হয়ে ঝুলে থাকে
বৃক্ষের শাখায়
রকমারি ফুল হয়ে
সুবাস ছড়ায়
শিমুল পলাশ রক্তজবার
থোক থোক লাল হয়ে ফুটে থাকে
আমার কবিতার শব্দগুলো
রাতজাগা পাখি হয়ে
নিস্তব্ধতাকে উপভোগ করে
কুয়াশার মায়াবী গভীরতায়
শিশিরের ঘ্রাণে উন্মাতাল হয়ে ওঠে
কখনো প্রান্তরের ঘাস হয়ে
সবুজ গালিচা হয়ে যায়
কখনোবা সমুদ্রের গর্জনে
সফেদ ফেনা হয়ে
কিংবা উত্তাল জলরাশি হয়ে
অভিমানে কোমল আঘাত করে
বালুকাময় তটে
কখনো নদী হয়ে পাগলপারা
মিশে যায় সাগরের বুকে
গাঢ় নীলিমায় বেড়ায় ভেসে
তারপর অঝোর ধারায় নেমে
মৃত্তিকার গহীনে ডুবে যায়
কখনো আকাশ হয়ে
সাগরের সাথে একাকার হয়ে যায়
আমার কবিতার শব্দগুলো
হাহাকার প্রেমিক হয়ে
ছুটে যায় প্রেয়সীর কোমল আঙিনায়।

Powered by themekiller.com