Breaking News
Home / Breaking News / কবি আমিনুল হক নজরুল এর কবিতা ” প্রতিশ্রুতি “

কবি আমিনুল হক নজরুল এর কবিতা ” প্রতিশ্রুতি “

কবিতা~প্রতিশ্রুতি
কলমে-আমিনুল হক নজরুল।
তাং-১৮/০১/২২ইং

অবশেষে অভিযোগের কিছুই নেই,
সত্যিই কিছু নেই।
দাঁত পড়ে গেছে,
চুল পেকেছে,
যৌবন ভেসে গেছে কালের স্রোতে।

প্রত্যহে আমাদের চোখ তা দেখছে,
দেখে দেখে সব নিরবে গিলছে,
কান পেতে সব শুনছে,
আর-নিশ্চিন্তায় হজম করে নিচ্ছে।

আমরা সার্কাসের মতই দেখছি-
ভিন্ন ভিন্ন মৃত্যুর শ্রেণীকক্ষ।
প্রতিটা বিয়োগেই আমাদের জন্য রয়েছে বিদ্যালয়।
অথচ-আমরা সেখানে একেকজন দর্শক,
পাঠ শিক্ষা করি না।

এখানে কোনো ঘর নেই,
কোনো চিকিৎসা নেই,
কেবল এবড়োখেবড়ো পথে অযথা দৌড়ানো-
বাঁচতে মৃত্যু থেকে।

আমরা ভুলে গেছি-
আমাদের সেই ফিরে যাবার প্রতিশ্রুতি।
অথচ-দুনিয়া ছিল সামান্য সময়ের পরীক্ষাক্ষেত্র।
পরীক্ষাগৃহে বুদ্ধিমানেরা গৃহের তামাশা দেখে না।

Powered by themekiller.com