Breaking News
Home / Breaking News / কবি অমর বিশ্বাস এর কবিতা “ছেঁড়া জামা”

কবি অমর বিশ্বাস এর কবিতা “ছেঁড়া জামা”

ছেঁড়া জামা

সবাই যে তালি দেওয়া জামা গায়ে
নির্লিপ্তভাবে বসে আছি,
আমরা যে শশব্যস্ত
তালিটাকে নতুন রঙের সুতোতে
দৃষ্টিমধুর করতে,
মাঝে মাঝে নতুনজামার স্বপ্নময় কবিতাগুলো
শ্মশানের শান্তিগুলোর মধ্যে
হৈ চৈ বাঁধিয়ে দেয়!

একটু আধটু প্রতিবাদী, বিপ্লবী
খেলার আবর্তে রোদ পোহাতে
বড় যে ভালো লাগে!
মিথ্যা আত্ম অহঙ্কার আর
আত্মকেন্দ্রিকতাকে তোষন করতে
আমাদের ভরাপেটে চাটনির প্রলেপ লাগায়!

আমাদের তো ছেঁড়া জামা
ছিঁড়তেই থাকে ছিঁড়তেই থাকে,
দিন রাত সব ব্যস্তই থাকে
নিত্য নতুন সুতোরই খোঁজে,
তালি শুধু বাড়তে থাকে আর বাড়তেই থাকে!
নতুন রঙিন জামার স্বপ্ন
রোজ নামচার নিষ্ঠুর যাঁতাকলে
স্বপ্নই থেকে যায়!

ওরা জানে,-
ভিখারীর স্বপ্ন, শুধু একটা আস্ত
পোড়া রুটি, ওরা সেটা জানে!
আর আমাদের স্বপ্ন,-
ভরপেটে শুধু দু’চারটে কবিতা লেখা,
ওরা সেটাও একশোভাগ জানে!

অমর——-

Powered by themekiller.com