Breaking News
Home / জাতীয় / কবিতাঃ “মেয়ে”

কবিতাঃ “মেয়ে”

কবিতাঃ “মেয়ে”
কলমেঃ এম. আর হারুন
১৬/০১/২০২১
———————————
শোন মেয়ে,
জীবনের বেদনা গুলো বইয়ের পাতায় লুকিয়ে রেখে
একটা সুখ স্মৃতির আর্বিভাব ঘটাতে পারো,
ঠোঁটের কোণে লুকানো হাসিটা নির্ভরতার পরশে
হাজার ছবি আঁকতে পারো,
বিদ্রুপ প্রতিক্রিয়ার অবসান ঘটিয়ে আবারও
নতুন সুখের সন্ধান খুঁজতে পারো,
হৃদয়ের একঘেয়ামী স্পন্দনের মিলন মেলায়
হয়তো ঠকিয়ে জিতে যেতে পারো,
এটা তোমার পক্ষেই সম্ভব!

মেয়ে,
তুমিতো নির্ভরতার প্রতীক কোনো দলছুটের
এক পলক শুভ দৃষ্টির চুড়ান্ত আহবান,
বিবর্ণ সানাইয়ের শব্দে অমলিন বেদনার লজ্জা
মালা বদল হস্তবন্ধনের রূপ রেখা,
তুমি হতে পারো বীরঙ্গনা অথবা মমতাময়ী
রাজপথে মিছিলের অহংকার,

মেয়ে,
তুমিও একদিন কারো ভালোবাসায় আবদ্ধ হবে
নির্জনে জিরো আলোর বালিশের শিহরণ,
বুকের গহীনে থেমে যাওয়া রক্ত সঞ্চালন
এমনকি আদর মাখা ফুলের সৌরভ,
মেয়ে, তোমার পরিবর্তন হবে, কষ্টের দাগে
যাকে কষ্ট দিয়ে তুমি সুখী হতে চাও
তার বুকের হাহাকার একবার কান পেতে শোনো
তোমার চেয়েও সে বেশি ভালোবাসে,
হয়তোবা ভালোবাসার আবদারে তোমাকে
প্রতিনিয়ত জ্বালাতন করে, না বোজার ভান করে
অথবা তোমাকে হারানোর ভয়, একটু একটু করে
বিশ্বাসহীনতায় জড়িয়ে ফেলেছো!

প্রধান সম্পাদক বাংলারমুখনিউজ২৪. কম,চাঁদপুর।

Powered by themekiller.com