Breaking News
Home / Breaking News / হাইমচর আলগী দক্ষিণে মাহফিল পরিচালনাকে কেন্দ্র করে এক জনকে কুপিয়ে জখম ও নগদ অর্থ লুট

হাইমচর আলগী দক্ষিণে মাহফিল পরিচালনাকে কেন্দ্র করে এক জনকে কুপিয়ে জখম ও নগদ অর্থ লুট

স্টাপ রিপোর্টার।

হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নে চড়পোরামুখি ৭নং ওয়ার্ডে মাহফিল পরিচালনাকে কেন্দ্র করে খাজে আহমদ কাজী নামে এক জনকে কুপিয়ে জখম ও নগদ ৬ লক্ষ টাকা লুট করার অভিযোগ উঠেছে।

গত ৫ জানুয়ারী বুধবার, রাত আনুমানিক ৮ টায় চরপোড়ামূখি কাজি বাড়ির সমানে নিজ মুদি দোকানে খাজে আহমদ কাজী বসে থাকেন। ইসমাইল কাজির নেতৃত্বে রাসেল, ফরিদ, আহসান কাজি সহ ৮-১০ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় খাজে আহমদ (৬০) গুরুতর আহত হয়েছে। জানাজায় মাহফিল পরিচালনা থেকে বিরত রাখার কারনে এ হামলার ঘটনা ঘটে। আহত খাজে আহমদ কে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে খাজে আহমদ হাইমচর উপজেলা হাসপাতালে চিকিৎসাদিন। আহতের স্বজনরা হাইমচর থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানাযায়। ভুক্তভোগীর পরিবার হামলাকারীদের বিরুদ্ধে সুস্থ বিচারের দাবি জানান।
এবিষয়ে হামলাকারী আহসান কাজীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
বুধবার রাত ৯ টায় আহত খাজে আহমদকে দেখতে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোজখবর নেন।

Powered by themekiller.com