Breaking News
Home / Breaking News / বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ঃ
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদের এর সাথে তাল মিলিয়ে চলতে হবে। এ কারণে শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা অপরিহার্য। এ মুহুর্তে বাংলাদেশে টাকার কোন অভাব নেই। বাংলাদেশে টাকা আছে কিন্তু জ্ঞানের বড়ই অভাব রয়েছে। শিক্ষার গুণগতমান বাড়াতে হবে।
চাঁদপুরে মতলব উত্তর উপজেলা চত্বরে রোববার বিকালে মতলব উত্তর যুব উন্নয়ন ফোরাম আয়োজিত ও মোহনপুর পর্যটন লিমিটেড অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা গুলো বলেছেন।
ইউএনও গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে সরকার আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল, যুব উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি সাংবাদিক ফারুক হোসেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব সার্কেল ইয়াছিন আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতায়র হোসেন খান সুফল, অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড মহাসিন মিয়া মানিক,নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম,বেগম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী আক্তার প্রমুখ।

Powered by themekiller.com