Breaking News
Home / Breaking News / কবি জেরিন ইসরাত ন্যান্সি এর কবিতা “এ জীবন মানুষের “

কবি জেরিন ইসরাত ন্যান্সি এর কবিতা “এ জীবন মানুষের “

বিষয়ঃ কবিতা
শিরোনামঃ এ জীবন মানুষের
কলমেঃ জেরিন ইসরাত ন্যান্সি
তারিখঃ ০১-০১-২০২২

এ জীবন শালিকের নয়,
চড়ুই বা প্রজাপতির নয়,
এ জীবন মানুষের।
নগর অথবা গ্রামে
সবুজ অরণ্যে কিংবা পাহাড়ে যাপিত…
এ জীবন মানুষের।
চাওয়া গুলো কখনো বর্ণাঢ্য স্বপ্নিল হাতছানি,
কখনো বিবর্ণ শুকনো পাতার মতো খসখসে
হারিয়ে যেতে যেতে ধুলোয় মলিন।
এ জীবন শুধু তোমার আমার নয়,
আমাদের নয়তো তোমাদেরও।
জটিল হয়তো সহজ,
সহজ হতে হতে কঠিন,
কঠিন হতে হতে সহজ হয়ে যেতেই পারে তোমার আমার চাওয়াতে।
এ জীবন মানুষের,
বৃক্ষের নিভৃত ছায়ায় বসে থাকা নিরন্তর
আবার কখনো মরুভূমি রুক্ষ বালিয়াড়িতে পথচলা,
এ জীবন মানুষের,
অন্তরালে কষ্ট ভীষণ চিলেকোঠার পরিসরে হাতড়ে বেড়ানো সুখ,
এ জীবন মানুষের,
আনন্দ বেদনার কাব্য রচনা,
হোক সে অট্টালিকায় বা ভাঙা ছাউনির বসবাসে।
এ জীবন ইট কাঠের কংক্রিটে ধূসর শোক,
এ জীবন তবুও যেনো হঠাৎ করে খুশির বার্তা নিয়ে আসা সুখ পাখিদের কলরব।
এ জীবন মাঝে মধ্যে অস্ফুট রোদনে ঝাপসা, চশমার কাঁচে অশ্রু জলের বাষ্প।
এ জীবন আবার কখনো হাসির রেশ থেকে যায় সবকিছুর শেষে।
এ জীবন একে-অপরের সাথে সখ্যতা নেই শুধু দূরত্বের বিশাল ফাঁক,
এ জীবন তাও কিন্তু প্রেম অপ্রেমে
তুমি আমি চিরকাল বন্ধু ভীষণ।
এ জীবন শালিকের নয়,
নয় চড়ুই বা প্রজাপতির।
এ জীবন মানুষের,
শুধু মানুষের,
হাসি কান্না আনন্দ বিরহে
স্বপ্ন অধরা অথবা স্বপ্ন বুননে নিত্য নতুন গল্প ।

Powered by themekiller.com